নমিনেশন শুরু হতেই খড়গ্রামে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন !

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্তঃ কান্দিঃ  পঞ্চায়েত ভোটের আগেই মুর্শিদাবাদে চলল  গুলি। গুলিতে  মৃত্যু হয়েছে ফুলচাঁদ সেখ নামের এক ব্যক্তির । মৃতের পরিবারের দাবি, সক্রিয় কংগ্রেস কর্মী তিনি। পঞ্চায়েতে নমিনেশনের প্রক্রিয়া শুরু হতেই গুলি চলল মুর্শিদাবাদের খড়গ্রামে । খড়গ্রামে রতনপুর নলদীপ এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটে এই ঘটনা। মৃতের মায়ের দাবী , কংগ্রেস করে বলেই গুলি খুন । অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের দিকে। সাড়ে তিনটের দিকে ঘটে এই ঘটনা। পরিবারের দাবি অভিযোগ, মারধর করা হয় বেশকয়েকজনকে। আহতের নিয়ে আসা হচ্ছে হাসপাতালে। গুলি করার পর হাসপাতালে নিয়ে আসতে বাধা দেয় বলেও অভিযোগ। রাতেই হাসপাতালে যান কান্দির প্রাক্তন  বিধায়ক, কংগ্রেস নেতা  সফিউল আলম খান । কংগ্রেস নেতাদের দাবি, গ্রামে কংগ্রেস শক্তিশালী বুঝেই কর্মীকে গুলি করে খুন করেছে তৃণমূল।

আহত কংগ্রেস কর্মী সাহেবান শেখের   দাবি, ” রাজনৈতিক কারণেই এই হামলা। তৃণমূল করার জন্য বলছিল ওরা। রাজি না হওয়ায় মারধর করা হয়। গুলি করা হয়। চার জন জখম হয়েছে”।