এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad CM Visit : কালই মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী । উড়ল কপ্টার

Published on: May 4, 2025
Murshidabad CM Visit

Murshidabad CM Visit আগামী সোমবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee দুই দিনের সফরে মুর্শিদাবাদে আসছেন। এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে চূড়ান্ত তৎপরতা দেখা যাচ্ছে প্রশাসনের মধ্যে। বহরমপুর থেকে সামশেরগঞ্জ পর্যন্ত সর্বত্রই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

Murshidabad CM Visit মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে বিশেষ হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সোমবার এই হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামবে বলে জানা গিয়েছে। হেলিকপ্টার থেকে নেমে তিনি সরাসরি বহরমপুর সার্কিট হাউসে যাবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন, এমনটাই প্রশাসন সূত্রে খবর।

Murshidabad CM Visit মঙ্গলবার, মুখ্যমন্ত্রী সামশেরগঞ্জ Samserganj  ও ধুলিয়ানের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন।

সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন এবং তাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেবেন। এরপর, ওই দিনই দুপুরে, সুতির ছাবঘাটি স্কুলের মাঠে একটি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী।

Murshidabad CM Visit রবিবার দুপুরে, বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে হেলিকপ্টারের একটি ট্রায়াল রান অনুষ্ঠিত হয়। প্রশাসনিক কর্তারা হেলিপ্যাডে উপস্থিত ছিলেন এবং হেলিকপ্টারটি কিছুক্ষণের জন্য হেলিপ্যাডে দাঁড়িয়ে থাকার পর আবার উড়ে যায়। বহরমপুরের পাশাপাশি, সামশেরগঞ্জ ফিল্ডেও একটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখানেও রবিবার দুপুরে হেলিকপ্টারের মহড়া চালানো হয়। হেলিকপ্টারটি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর সেখান থেকে উড়ে যায়।

Murshidabad CM Visit মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের মধ্যে ব্যাপক উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো এবং সরকারি পরিষেবা প্রদানের মাধ্যমে তাদের সহায়তা করাই এই সফরের প্রধান উদ্দেশ্য। এপ্রিল মাসের ১১ ও ১২ তারিখ  সূতি, ধূলিয়ান ও  সামসেরগঞ্জের ঘটনায়  নিয়ে শাসকের যে ফেস লস হয়েছে  তা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে  কড়ায় গন্ডায় পালটে দেওয়ার জন্য আয়োজন ও কৌশলের কোন ঘাটতি রাখতে চাইছে না প্রশাসন থেকে শাসক দল।

Murshidabad CM Visit  রাজ্য সরকারের ঘোষিত ১০ লক্ষ করে ক্ষতিপূরণের চেক বারবার ফিরিয়ে দিয়েছেন সামসেরগঞ্জ থানার  জাফরাবাদের হরগোবিন্দ দাস ও চন্দন দাসের  পরিবার। যদিও    গত ২৬ এপ্রিল    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর Suvendu Adhikari কাছ থেকে  চেক গ্রহণ করেছেন তাঁরা । অনান্য   ক্ষতিগ্রস্থরাও  বিরোধী দলনেতার দেওয়া আর্থিক সাহায্য নিয়েছেন । এরপর  ৬ তারিখের মুখ্যমন্ত্রীর সামসেরগঞ্জ সফর এখন   প্রশাসনের কাছে কার্যত সম্মানজনক মুখরক্ষার চ্যালেঞ্জ !

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now