নিজস্ব সংবাদদাতা, ধূলিয়ানঃ দুষ্কৃতী তান্ডবে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ধূলিয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড। সোমবার রাত থেকে দফায় দফায় চলে বোমাবাজি। স্থানীয়দের দাবি, চালানো হয়েছে গুলিও। এলাকাবাসীর দাবি, পুলিশের সামনেই চলা বোমাবাজি। টানা কয়েকঘন্টা চলে তান্ডব। ঘটনাস্থলে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। তার জেরেই এই বোমাবাজি। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটিং। বোমাবাজি, দুষ্কৃতী তান্ডবএর প্রতিবাদে রাতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রাও।