এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Book Fair 2024 রাত পোহালেই উদ্বোধন, কী থিমে সাজছে মুর্শিদাবাদ বই মেলা?

Published on: December 10, 2024
Murshidabad Book Fair 2024

Murshidabad Book Fair 2024 প্রতি বারের মতো এবারেও বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে সাজো সাজো রব। বহু প্রতীক্ষিত বই মেলার আসর এই ময়দানের একাংশেই বসতে চলেছে। ‘ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব’- এই আঙ্গিকেই মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগারের Murshidabad District Library আয়োজনে বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে ৪৪ তম মুর্শিদাবাদ জেলা বই মেলার। ১১ই ডিসেম্বর থেকে ১৭ ই ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা।

Murshidabad Book Fair 2024 বুধবার মেলার উদ্বোধন। নতুন কী থাকছে এবারের বই মেলায়?

Murshidabad Book Fair 2024  রাত পোহালেই মেলার উদ্বোধন। শেষ মুহূর্তের প্রস্তুতি মঙ্গলবার দিনভর। স্টলের কাজ শেষ করার ব্যস্ততা। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের প্রদর্শনী কক্ষ সাজানোর কাজও চলে শেষ পর্যায়ে। বয়স্ক এবং কচিকাঁচাদের কথা ভেবে এবছর বই মেলার পরিধি কমেছে। নতুনত্বের ছোঁয়ায় সাজানো হয়েছে মেলার পরিকাঠামো। বই মেলা প্রাঙ্গণের প্রবেশ দ্বারের কাঠামোও এবছর নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। স্টল সাজানো হয়েছে মুনি ঋষি, বিপ্লবি, স্বাধীনতা সংগ্রামী, সাহিত্যিক, কবি, লেখকদের ছবিতে। গত বছর যেখানে প্রায় ৯০ টি স্টল ছিল মেলায়, সেই সংখ্যা এবছর বেড়ে হচ্ছে ১০০।

 কী জানালেন মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগার আধিকারিক?

বই মেলা নিয়ে আশাবাদী মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগার আধিকারিক মনোঞ্জয় রায়, বলেন ” মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত, বহরমপুর ছাড়াও কলকাতা, বীরভূম, বর্ধমান, রাজ্যের বিভিন্ন জেলার স্টল থাকবে মেলায়। প্রতিদিন থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন। ১ কোটি ৩৫ লক্ষ্য টাকার বই বিক্রি হয়েছিল ২৩ এর বই মেলায়। ২০২৪ এ সেই রেকর্ড ভাঙবে আশা রাখছি”।

Murshidabad Book Fair 2024  শীতের আমেজে শহরে বই মেলা যেন মিলন মেলার রূপ নেয়। প্রতি বছর বহরমপুরে বইমেলায় ভিড় জমে পাঠকদের। নামকরা প্রকাশক থেকে নতুন নতুন পাবলিশার্সররাও বই মেলায় অংশ নেন। এবছর বই মেলা নতুন কী রেকর্ড গড়ে! অপেক্ষায় বই প্রেমীরা।

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now