Murshidabad মুর্শিদাবাদে একের পর এক জায়গায় উদ্ধার আগ্নেয়াস্ত্র! পুলিশের জালে তিন

Published By: Imagine Desk | Published On:

Murshidabad মুর্শিদাবাদে একের পর এক জায়গা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। পুলিশের জালে একাধিক ব্যক্তি। সাগরপাড়াডোমকলে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সাগরপাড়ায় গ্রেফতার করা হয়েছে দুজনকে এবং ডোমকলে গ্রেফতার একজন।

Murshidabad পুলিশ সূত্রে জানা যায়-

Murshidabad মঙ্গলবার সাগরপাড়া থানার অন্তর্গত তেলেপাড়া মোড়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করে দুই যুবক। তাদের দুজনকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি। ধৃত ডালিম সেখ ও মিঠুন সরকার সাগরপাড়া থানার অন্তর্গত জয়পুর গ্রামের বাসিন্দা। ডালিম সেখের কাছ থেকে দেশি পিস্তল ও দু রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এবং মিঠুন সরকারের কাছ থেকে একটি পাইপ গান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। কী উদ্যেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় টহল! ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বুধবার দুজনকে ৫ দিনের হেফাজতে চেয়ে বহরমপুরে জেলা আদালতে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ।

Murshidabad সাগরপাড়ার পাশাপাশি মঙ্গলবার বিকেলে ডোমকলের আলিনগর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম গাজলু সেখ। গাজলু সেখের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। ধৃত যুবক ডোমকলেরই বাসিন্দা বলে জানা যায়।

Murshidabad পিস্তল, গুলি হাতে কী উদ্দ্যেশ্য ছিল এদের? অস্ত্র কারবারের সাথে যুক্ত নাকি ছিল অন্য টার্গেট? ধৃতদের হেফাজতে নিয়ে তদন্তে মুর্শিদাবাদ পুলিশ।