নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রিলিমিনারি পরীক্ষা দিতেই এলেন না দেড় হাজারের বেশি পরীক্ষার্থী। রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ও কলকাতা পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ছিল রবিবার। জেলার সদর শহর সহ তেরোটি স্কুল, কলেজে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। মোট পরীক্ষার্থী ছিলেন পাঁচ হাজার পাঁচশো পনেরো জন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোট ৩ হাজার ৯৫৬ জন পরীক্ষা দিতে এসেছিলেন।
এত অনুপস্থিতির কারণ কী? পরীক্ষার্থীদের একাংশ জানাচ্ছেন একইদিনে রাজ্যের মাদ্রাসা স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা থাকায় একাংশ বেছে নিয়েছে টেট পরীক্ষা। সকাল দশটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত ওই পরীক্ষা হয়।
দ্বিতীয় পর্বে বেলা আড়াইটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উচ্চপ্রাথমিকের টেট পরীক্ষা আছে। এদিকে বেলা বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ছিল পুলিশের নিয়োগ পরীক্ষা।mmm রজ্জাক মন্ডল বলেন, “আমার ভাই প্রথমে পুলিশের পরীক্ষার ফর্ম ফিল ইন করেছিল। পরে মাদ্রাসা পরীক্ষা এক দিনে হওয়ায় ভাই শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় বসেছিল।”