এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Monsoon Farming: বৃষ্টি নেই পাট থেকে ধান চাষ নিয়ে জেরবার কৃষকরা

Published on: July 24, 2024
Monsoon Farming

Monsoon Farming ভরা শ্রাবণেও দেখা নেই বৃষ্টির। মাঠ ঘাট শুকিয়ে কাঠ। মাঠে পুরতে বসেছে ধানের বীজ। জল না থাকায় পাট জাক দিতে হিমশিম অবস্থা পাট চাষিদের। খাতায় কলমে আষাঢ় শ্রাবন মাসকে বর্ষা কাল ধরা হয়। তবে এবছর তেমনটা মনে হচ্ছে না। আষাঢ় পেড়িয়ে শ্রাবনের প্রথম সপ্তাহ পেড়িয়ে গেলেও ভাড়ি বৃষ্টির দেখা নেই। মাঠে একদিকে পাট (Jute) অন্যদিকে ধান চাষ নিয়ে বিপাকে পড়েছে কৃষকেরা।

ধান চাষের আশায় অনেকেই ধানের বীজ করেছিলেন বাড়তি খরচ করে। তবে বৃষ্টি ও জলের অভাবে সেই ধান আর জমিতে পোতা সম্ভব হয়নি। মাঠেই শুকিয়ে যাচ্ছে ধানের চারা।

একদিকে ধান চাষ হবে না ধরেই নিয়েছেন বেলডাঙা ব্লকের কৃষকেরা। তবে পাট চাষ করে এবারেও খাল বিলে জল না থাকায় বিপাকে পড়তে হয়েছে কৃষকদের। পাট কাটার সময় হয়ে গেলেও জলের অভাবে অনেকেই জমিতেই রেখে দিয়েছেন পাট। সেই পাটও শুকাতে বসেছে। এখন ভাড়ি বৃষ্টির দিকেই তাকিয়ে কৃষকেরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now