Rain Crisis in Murshidabad: দেখা নেই বর্ষার অপেক্ষায় ধান চাষিরা

Published By: Madhyabanga News | Published On:

Rain Crisis in Murshidabad আষাঢ় মাসের ৩ তারিখ হয়ে গেলেও এখনও বর্ষার দেখা নেই দক্ষিণবঙ্গে । আবহাওয়া দপ্তর কয়েক দিনের মধ্যেই বর্ষা ঢোকার কথা শুনিয়েছেন । তবে এখনও বৃষ্টির দেখা নেই। প্রাকবর্ষার আগে বৃষ্টির পূর্বাভাস মিললেও দাবদাহে এক প্রকার শুকিয়ে কাঠ মাঠ ঘাট। সবজি থেকে পাট সব কিছুই ধুঁকছে।

বর্ষা না হলে ধান চাষ করতে পারবেন তো প্রশ্ন তুলছেন কৃষকরা। মুর্শিদাবাদ জেলার কৃষকরা মূলত ধান ও পাট চাষের উপরেই নির্ভরশীল। গত কয়েক বছরে আবহাওয়ার খাম খেয়ালীপনায় মার খেতে হয়েছে কৃষকদের। এবারও ধান চাষ না নিয়ে সংশয়ে অনেক কৃষকই।

মূলত বৃষ্টির জলের উপরেই নির্ভর করে আমন ধান চাষ করে থাকেন জেলার কৃষকরা। তবে বৃষ্টি না হওয়ায় এবার ধান চাষে অনেকেরই অনীহা দেখা দিচ্ছে। অনেক জায়গাতেই বিঘার পর বিঘা জমি শুকনো পরে রয়েছে। ইতিমধ্যেই ভোটের পর বাড়তে শুরু করেছে চালের দাম। এর মধ্যে আমন ধান ঠিক মতো না হলে সেই দামও আরও বাড়তে পারে সেই আশঙ্কাও দেখা দিচ্ছে। তবে এখনও বর্ষার দিকেই তাকিয়ে জেলার কৃষকরা।