Madrasa Sports Meet 2025 ৬২ টি ইভেন্ট! মাদ্রাসার Madrasa Athletic Meet বার্ষিক প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা বহরমপুরে

Published By: Imagine Desk | Published On:

Madrasa Sports Meet 2025  ১৫ তম মুর্শিদাবাদ জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে জমজমাট বহরমপুর স্টেডিয়াম Madrasa Athletic Meet 2024-2025 । প্রতিযোগিতার আয়োজন মুর্শিদাবাদ জেলা মাদ্রাসা গেমস এবং স্পোর্টস কমিটির। মঙ্গলবার একদিনের এই প্রতিযোগিতা ঘিরে উৎসাহী প্রতিযোগীরা। শীতের দুপুরে দৌড়, হাই জাম্প, লং জাম্প, জ্যাভেলিনে মাতল জেলার পড়ুয়ারা। জেলা মাদ্রাসা স্পোর্টসে উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মুর্শিদাবাদের বিভিন্ন মহকুমা থেকে ৬৫০ জন প্রতিযোগী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট ৬২ টি ইভেন্টে হয় খেলা। অনুষ্ঠানে অংশ নিয়ে বর্তমানে ডিজিট্যাল যুগে খেলাধুলোর গুরুত্ব নিয়ে বলেন অতিথিরা। প্রতিযোগীদের উৎসাহ জোগাতে উপস্থিত ছিলেন ইমাম থেকে ক্রীড়াবিদ, শিক্ষক, শিক্ষিকা থেকে ক্রীড়া সংগঠনের কর্তাব্যক্তিরাও।

Madrasa Sports Meet 2025 মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র বলেন, ” জেলার যত মাদ্রাসা এবং হাই মাদ্রাসা আছে তাদের জন্যে মাদ্রাসা কাউন্সিল ফর গেমস এবং স্পোর্টস বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগীরা যে শপথবাক্য পাঠ করল সেই শপথ বাক্যের অনুধাবন করে এই খেলার প্রতিটি মুহূর্তে তাকে বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পোর্টস এবং গেমস এর মধ্যে পার্থক্য আছে। খেলা যখন স্পোর্টস এ হয় তখন কিছু নিয়মাবলি থাকে। জেতার জন্যে যা খুশি তাই করা যায় না। নিয়মাবলি ফলো করে জিতবে হবে, এই শৃঙ্খলা নিজেদের মধ্যে আনতে পারলে জীবনের প্রতিটি ক্ষেত্রে উপকার হবে। জেতার জন্য ইচ্ছে এবং জেদ দুটো জিনিসই দরকার।”

Madrasa Sports Meet 2025 মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু আধিকারিক রেনুকা খাতুন বলেন, ” সারা বছর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে পড়ুয়ারা, খেলাধুলো নিয়ে সেভাবে সময় পায়না বা ভাবেই না। সেক্ষেত্রে বছরের এই সময়টা পড়াশোনার বাইরে খেলাধুলোর আয়োজন হয়।” তিনি আরও বলেন, ” স্কুল গুলোয় অতটাও ভালো পরিকাঠামো নেই। তবুও কিছু উৎসাহী শিক্ষক, শিক্ষিকার জনই এই স্পোর্টসের আয়োজন বাস্তবায়িত হচ্ছে। কিন্তু আগামী দিনে সেইসব শিক্ষকদের অবসরপ্রাপ্তি ঘটলে অসুবিধা হবে। কারণ খেলার যে স্পিরিট সেই স্পিরিট দিনদিন কমে আসছে”।