নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ প্রয়াত হলেন বিধায়ক ইদ্রিশ আলী। দীর্ঘদিন ধরেই অসুস্থু ছিলেন ভগবানগোলার বিধায়ক। শুক্রবার রাত ২টো ২০ মিনিটে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল বিধায়কের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
২০২১ সালে ভগবানগোলায় দলের টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীকে ভরসা জুগিয়ে প্রায় লক্ষাধিক ভোটে জিতেছিলেন ইদ্রিশ। ভোটে জিতে ভগবানগোলার মানুষকে “উন্নয়ন”এর কাজে সময় দিতে সেখানে ঘর বানাতে চেয়েছিলেন তিনি। যদিও নির্বাচনে জেতা ইস্তক তিনি একাধিকবার অসুস্থ হয়েছেন। করোনা হয়েছিল। ডেঙ্গিতেও আক্রান্ত হয়েছিলেন এই বিধায়ক। শেষ পর্যন্ত ভাড়া বাড়িতেই তিনি কাটিয়ে গিয়েছিলেন ভগবানগোলায়।
২০১৪ সালে লোকসভা নির্বাচনে জিতে বসিরহাট থেকে সংসদ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের এই আইনজীবি। সম্প্রতি তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়তে থাকে। শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চলতি বিধানসভা অধিবেশনেও দেখা যায়নি ইদ্রিস আলিকে।