Khargram News জল পেড়িয়ে কোন রকমে স্কুলে আসতে হচ্ছে ছাত্র ছাত্রীদের। সেই জল পেড়িয়েই কোন রকমে পারাপার করছেন এলাকার বাসিন্দারা। সরকারী ভাবে কালভার্টের কাজ শুরু হলেই তা সম্পন্ন না হওয়ায় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে তৈরি করছেন বাঁশের সাঁকো। এমনই ছবি দেখা গেল খড়গ্রামের ঝিল্লি পঞ্চায়েত এলাকায়। ঝিল্লি অঞ্চলের ঝিল্লি ও তিথিডাঙ্গা গ্রামের মাঝে রয়েছে কাকুরনালা বিল। সেই বিলে প্রতি বছরই বর্ষার জল বাড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে দুই গ্রামের।
লোকসভা ভোটের আগে সাংসদ তহবিলের অর্থে শুরু হয় কালভার্ট নির্মানের কাজ। যদিও তা মাঝপথেই থমকে যায়। বর্ষার জল জমে যাওয়ায় সেই জমা জল পেরিয়েই স্কুলে আসতে হচ্ছে ছাত্র ছাত্রীদের। সম্প্রতি গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে ব্লক প্রশাসনের সহযোগিতায় বাঁশের সাঁকো তৈরির উদ্যোগ নিয়েছেন। যদিও বিডিও জানান বর্ষার জল নামলেই কালভার্ট নির্মানের কাজ শেষ করা হবে।