এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Katlamari-2 Panchayat প্রধান না আসায় কাতলামারী-২ পঞ্চায়েতে বিক্ষোভ

Published on: July 29, 2024
Katlamari-2 Panchayat

Katlamari-2 Panchayat পঞ্চায়েতে আসছেন না প্রধান। এর জেরেও পঞ্চায়েতে এসে ঘুরে যেতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। পরিষেবা না মেলায় রানীনগর ২ (Raninagar 2) নম্বর ব্লকের কাতলামারী-২ গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। সোমবারও পঞ্চায়েতে দেখা মেলেনি প্রধান ধনঞ্জয় মন্ডলের। এনিয়েই ক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।

গত ১০ জুলাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন রানিনগর ২ ব্লকের কাতলামারী-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় মন্ডল। এর আগে থেকেই নাকি তিনি পঞ্চায়েতে আসছেন না। যদিও এনিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি তৃণমূলে যোগদান করেছেন প্রধান। তার বদনাম করতেই বিরোধীরা এসব করছেন। যদিও এনিয়ে প্রধান প্রধান জানান তিনি অসুস্থ রয়েছেন। তার অসুস্থতার কথা বিডিওকে জানিয়েছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now