এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Kandi Road মুহূর্তে সব শেষ! পিকআপ ভ্যান উল্টে মর্মান্তিক দুর্ঘটনা কান্দিতে

Published on: February 17, 2025
Kandi Road

Kandi Road মায়ের হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ঘটে গেল চরম বিপদ। ভয়াবহ দুর্ঘটনায় থেমে গেল পথ চলা। মাত্র চার বছর বয়সেই প্রাণ হারাল এক শিশু, গুরুতর আহত হলেন শিশুটির মা। দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় কান্দি থানার অন্তর্গত জীবন্তি লক্ষীনারায়নপুর গ্রামে। দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

Kandi Road  কী ঘটেছিল সোমবার সকালে?

Kandi Road  স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে অঙ্গনওয়ারী কেন্দ্র থেকে মায়ের সাথে খিচুড়ি নিয়ে বাড়ি ফিরছিল বছর চারেকের ছোট্ট শিশু। আচমকাই রাস্তায় পিকআপ ভ্যানকে ধাক্কা দেয় ট্রাক। নিয়ন্ত্রন হারিয়ে পিকআপ ভ্যানটি উল্টে যায় রাস্তা দিয়ে আসা শিশু ও মায়ের উপর। স্থানীয়রা তড়িঘড়ি দুজনকে উদ্ধার করলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই প্রাণ যায় শিশুর। তাঁর মাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।

Kandi Road  ক্ষুব্ধ স্থানীয়রা-

Kandi Road  দুর্ঘটনার পর যাত্রী সুরক্ষার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয় এক বাসিন্দা আশরাফ সেখ জানান, রাস্তা মেরামত করতে হবে। ফুটপাত তৈরি করতে হবে। জনসাধারণের যাতায়াতের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। প্রতিটি গাড়ির নম্বর প্লেট দিতে হবে। জায়গায় জায়গায় সি সি ক্যামেরা দিতে হবে যাতে দুর্ঘটনা হলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে পারে। প্রশাসনের আশ্বাস বিশ্বাসযোগ্য হচ্ছে না। মাধ্যমিক পরীক্ষার অজুহাত দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। বিক্ষোভকারীরা জানান, যে গাড়িতে মাধ্যমিক পরীক্ষার্থী,যাত্রীরা আছেন সেই গাড়ি ছেড়ে হেওয়া হয়। দাবি পূরণের আশ্বাস না পাওয়া অবধি বাকি গাড়ি আটকে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের সাথে কথা বলার পর অবরোধ উঠে যায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now