Madhyamik History 2025 জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন ছিল আজ সোমবার। সপ্তাহের শুরুতেই এমন একটি বিষয়ের পরীক্ষা, যা নিয়ে হালকা হলেও দুশ্চিন্তা থাকে বহু ছাত্রছাত্রীরই। বহু পড়ুয়ার কাছেই ইতিহাস খুব একটা পছন্দের বিষয় নয়। গুরুত্বপূর্ণ দিনক্ষণ মনে রাখতে অনেকেরই নাজেহাল দশা হয়। অনেক ক্ষেত্রে বিষয়টা খুব একঘেয়েও মনে হয়। ছোট প্রশ্ন, বড় প্রশ্ন— দু’ধরনের প্রশ্নই আলাদা আলাদা রকমের চ্যালেঞ্জের। আর সেই কারণেই পরীক্ষা শেষ হলেও অনেকেই আবার ঝালিয়ে নিতেও চায়। নানান কৌতূহল, উৎকণ্ঠার মধ্যেই হল ইতিহাস পরীক্ষা।
Madhyamik History 2025 কেমন হল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা?
Madhyamik History 2025 অঙ্কের মতো কঠিন? প্রশ্নপত্রে প্যাঁচ? প্রশ্নপত্র কেমন ছিল? পরীক্ষা শেষ হতেই পরীক্ষাকেন্দ্রের বাইরে বেড়িয়ে পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কারও মুখে হাসি, কারও মুখ ভার! কেউ বলছে বই খুঁটিয়ে পড়লেই প্রশ্ন সহজ। কেউ আবার বলছে বেশ কঠিন প্রশ্ন। বহরমপুর শহরের মহারানী কাশীশ্বরী গার্লস হাইস্কুলে পরীক্ষার সিট পড়েছিল মহাকালী পাঠশালা, বিষ্ণুপুর গার্লস হাইস্কুল, লিপিকা মেমোরিয়াল গার্লস হাইস্কুলের পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীদের মধ্যে কেউ কেউ জানাল- একেবারে প্রত্যাশার বাইরে প্রশ্ন হয়েছে। ৮ নম্বরের প্রশ্ন খুব কঠিন এসেছে। চার নম্বরের প্রশ্ন ঠিক ছিল।
Madhyamik History 2025 অনেকের মুখে এক গাল হাসি। পরীক্ষা ভালো হওয়া এক পরীক্ষার্থী জানাল, যতটা আশা করেছিল তার থেকে বেশি ভালো হয়েছে পরীক্ষা। ছোট প্রশ্ন দুয়েকটা কঠিন এসেছে। বড় প্রশ্ন ভালোই ছিল। বইয়ের মধ্যে থেকেই প্রশ্ন এসেছে। বই খুঁটিয়ে পড়লেই বড় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব।
Madhyamik History 2025 দশম শ্রেণির পরিবর্তিত সিলেবাস এবং প্রশ্ন কাঠামোয় মাধ্যমিকে এখন ইতিহাসে ৯০ শতাংশ বা তার বেশি নম্বর তোলাটা খুব একটা কঠিন নয়। প্রয়োজন শুধু সঠিক অনুশীলন এবং কিছু কৌশল মেনে চলা। মাধ্যমিকে ইতিহাসের লিখিত পরীক্ষায় পূর্ণমান ৯০ নম্বর। বাকি ১০ নম্বর থাকে প্রজেক্টে। মোট ১০০ নম্বরের পরীক্ষার প্রশ্নপত্রে পাঁচটি বিভাগ থাকে। যার মধ্যে ‘ক’ বিভাগে থাকে ২০ নম্বরের বহু বিকল্পভিত্তিক বা এমসিকিউ প্রশ্ন। বিভাগ ‘খ’-তে থাকে ১৬ নম্বরের অতিসংক্ষিপ্ত প্রশ্ন। দু’টি বিভাগ মিলিয়ে মোট নম্বর ৩৬। এর পর ‘গ’, ‘ঘ’ এবং ‘ঙ’ বিভাগে যথাক্রমে সংক্ষিপ্ত প্রশ্ন, বিশ্লেষণধর্মী প্রশ্ন ও রচনাধর্মী প্রশ্ন।
Madhyamik History 2025 Madhyamik History 2025 ইতিহাস পরীক্ষার প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পরীক্ষার্থীদের একাংশের মধ্যে। এখনও বাকি ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। এবছর ২২ তারিখ শেষ হচ্ছে মাধ্যমিক। আগামী দিনের পরীক্ষাগুলি কেমন হয়? কেমন হয় বাকি বিষয়গুলির প্রশ্নপত্র? উৎকণ্ঠা, চাপা উত্তেজনায় পরীক্ষার্থীরা।