Kandi Hospital কান্দি হাসপাতালে ধুন্ধুমার ! নার্সদের কী অভিযোগ ?

Published By: CHIRANJIT GHOSH | Published On:

Kandi Hospital কান্দি মহকুমা হাসপাতালে ধুন্ধুমার কান্ড। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে এক নার্সকে মারধর, হাসপাতালের ভেতরেই ভাংচুর চালানোর অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে।
শনিবার হাসপাতালের ভেতরেই উঠল কর্মরত অবস্থায় নার্সদের হেনস্থা, এক জনকে মারধরের অভিযোগ । হুলুস্থুল করা হল নার্সদের ব্যবহৃত কাগজপত্র। চালানো হয় ভাংচুরও। কোন মতে পালিয়ে যান আক্রান্ত নার্সরা। আক্রান্ত হয়েছেন নার্স অয়ন্তিকা মন্ডল ।

Kandi Hospital  জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় খড়গ্রামের বালিয়াহাট থেকে এক অসুস্থ রোগীকে নিয়ে আসা হয় হাসপাতালে। চিকিৎসা হতে দেরি হচ্ছিল বলে অভিযোগ করে রোগির পরিবারের। এর পরেই তারা চড়াও হয়। দোষীদের শাস্তির দাবি তুলেছে হাসপাতাল কতৃপক্ষ। ঘটনা ঘিরে উত্তেজনা রয়ছে কান্দি মহকুমা হাসপাতালে।