নিজস্ব প্রতিবেদনঃ কৃষ্ণনগর, চন্দননগরের নামের পাশে ধুমের নিরিখে জায়গা করে নিয়েছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর দুই ব্লকের কাগ্রামের জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja)। কথিত আছে কৃষ্ণনগরে পুজো দেখেই সালারের কাছে এই গ্রামে জগদ্ধাত্রী বন্দনা শুরু হয় ‘মহাশয়’ পরিবারের হাত ধরে । আজ যা ১৭১ বছরের পুরনো। প্রতি বছর শুক্লা নবমী এলেই উৎসবের আবেশ তৈরি হয় গ্রাম জুড়ে। এবছরও উপচে পড়ল ভিড় ।
Jagaddhatri Puja Kagram গোটা গ্রাম জুড়ে ২৭টি পুজো। বাড়ির পুজো থেকে সার্বজনীন পুজো. সর্বত্রই দেবী আরাধনায় মাতলেন কাগ্রামবাসী (Kagram)। মহাশয় বাড়ির পুজোয় ঢল ভক্তদের। বৃহস্পতিবার বিকেলের বৃষ্টিও তাল কাটতে পারেনি উৎসবের। অনেক দূর থেকে এখানে আসেন দর্শনার্থীরা।
আরও পড়ুনঃ Cyclone Mantha: মুর্শিদাবাদে মন্থা কি আশীর্বাদ কৃষকদের কাছে?

Jagaddhatri Puja Kagram মহাশয় বাড়ির প্রবীণ সদস্য জহর মুখোপাধ্যায় এদিন বলেন, কাগ্রাম জগদ্ধাত্রী পুজো হচ্ছে একটি পরিবারের পুজো। এই পরিবারের ২৭ টি ঘর রয়েছে। প্রপিতামহ এই পুজো শুরু করেছিলেন। কৃষ্ণনগরে পুজো দেখে এসে সেরকম ইচ্ছে করে এই পুজো আরম্ভ করা হয়। ১৭১ বছরের পুরনো পুজো।
Jagaddhatri Puja Kagram পুজো দেখে মুগ্ধ দর্শনার্থী কিক্কি পাটোয়ারী। তিনি বলেন, গতকাল থেকে এখানে আছি। খুব আনন্দ করছি। মজা হচ্ছে। পুজো খুব ভালো হচ্ছে। এখানে আদর-আপ্যায়ন খুব ভালো। দর্শনার্থী স্বাগতা রায় বলেন, এই পুজোতে একসঙ্গে সবাই মিলে হাজির হওয়ার চেষ্টা করি। এখানে সবাই আসেন। কেও বাদ যায় না। আগের দিন থেকে শুরু হয়ে যায়। আলপনা দেওয়া থেকে ঠাকুর সাজানো, ছোট থেকে বয়স্ক সবার আনন্দের দিন।
Jagaddhatri Puja Kagram দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী মা দুর্গার আরেক রূপ। জগদ্ধাত্রী পুজো কাগ্রামের সবচেয়ে বড় উৎসব। বহু পুরনো ঐতিহ্য ও সংস্কৃতি জড়িয়ে রয়েছে এই পুজোর সঙ্গে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কাগ্রামে এই পুজো এক মিলনমেলা। বহু প্রজন্মের রীতি। নবমীর দিন বিশেষ আরাধনা হয় দেবীর। আর সেদিনের ভোগ ও সন্ধ্যার আরতি দেখতে প্রচুর ভিড় হয়। নবমীর দিন সকাল থেকেই শুরু হয় পুজোর বিশেষ আচার। সন্ধ্যা নামতেই আলো, ঢাক, ধূপধুনো আর শঙ্খধ্বনিতে মুখরিত হয় গ্রাম।
Jagaddhatri Puja Kagram প্রতিটি পুজোমণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড়। প্রণাম করছেন, ছবি তুলছেন, গ্রামের বিভিন্ন প্যান্ডেল ঘুরে দেখছেন। শুধু কাগ্রাম নয়, আশেপাশের গ্রাম থেকেও অসংখ্য মানুষ এদিন আসেন দেবী দর্শনে।

Jagaddhatri Puja Kagram স্থানীয় ক্লাবগুলির মধ্যে প্রতিযোগিতাও চোখে পড়ার মতো। কোথাও থিম পুজো, কোথাও ঐতিহ্যবাহী প্রতিমা। কিন্তু মূল আকর্ষণ সর্বত্রই দেবীর শান্ত রূপ। সিংহের উপর দেবী মূর্তি। স্থানীয় বাসিন্দা তাপস রায় বলেন, যাদের জমি বেশি তাঁদের পুজোর আড়ম্বর বেশি। যাদের জমি নেই তাঁদের জৌলুস কম। তবে সবাই আন্তরিকতার সঙ্গে সমগ্র কাগ্রাম পুজো করে।
Jagaddhatri Puja Kagram ধর্ম, সংস্কৃতি আর আনন্দের মেলবন্ধনে কাগ্রামের জগদ্ধাত্রী পুজো মুর্শিদাবাদের ঐতিহ্য। বছর ঘুরে নবমী এলেই নতুন করে উৎসবের আলোয় ভেসে ওঠে। আন্তরিক অতিথি আপ্যায়ণে কাগ্রাম বরণ করে নেয় দর্শনার্থীদের।











