Job Opportunities –National Bank for Agriculture and Rural Development ( NABARD) এর বিভিন্ন বিভাগে কাজের সুযোগ। একাধিক পদে হবে নিয়োগ। কী কী পদ? তালিকা দীর্ঘ। কন্টেন্ট রাইটার থেকে গ্রাফিক ডিজ়াইনার, ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট থেকে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার পদে পাঁচ জনকে নিয়োগ করা হবে।
Job Opportunities আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা?
Job Opportunities কন্টেন্ট রাইটার পদে ইংরেজিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, গণজ্ঞাপন, সাংবাদিকতা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থীদের আবেদনও গ্রহণ করা হবে। গ্রাফিক ডিজ়াইনার পদে অ্যাপ্লায়েড আর্টিস্ট, গ্রাফিক ডিজ়াইনিং, মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এছাড়াও চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার পদে টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং শাখার কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সাইবার সিকিউরিটি কিংবা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। পাশাপাশি, ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট হিসাবে রিনিউবেল এনার্জি, এনার্জি ইঞ্জিনিয়ারিং, ক্লাইমেট সায়েন্স, হাইড্রোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।
Job Opportunities আবেদনকারীদের বয়সসীমা?
Job Opportunities আবেদনকারীদের বয়স ২১ থেকে ৫৫ বছরের মধ্যে হওয়া জরুরী। একই সঙ্গে উল্লিখিত পদে পূর্বে ৩ থেকে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। মোট তিন বছরের চুক্তিতে কাজ চলবে, যার মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে।
Job Opportunities সম্ভাব্য বেতন কত?
Job Opportunities বছরে ১২ লক্ষ থেকে ৭০ লক্ষ টাকা পর্যন্ত বেতন হিসাবে দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। ৮৫০ টাকা আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে।
Job Opportunities আবেদনের শেষ দিন?
Job Opportunities অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদন জমা দেওয়ার শেষ দিন ৬ ই এপ্রিল, ২০২৫ । এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন www.nabard.org