Recruitment in Murshidabad 2025 নতুন বছরে চাকরির সুযোগ মুর্শিদাবাদে? কোন পদে, কীভাবে আবেদন? জানুন বিস্তারিত

Published By: Imagine Desk | Published On:

Recruitment in Murshidabad 2025 চাকরি খুঁজছেন? ২০২৫ এর শুরুতেই স্বস্তির খবর মুর্শিদাবাদ জেলায়। কারণ, মুর্শিদাবাদ জেলায় কাজের সুযোগ দিচ্ছে জেলা প্রশাসন। প্রশ্ন হচ্ছে, কোথায়, কোন দপ্তরে চাকরি? শিক্ষাগত যোগ্যতা কী? কীভাবে আবেদন? সমস্ত কৌতূহলের অবসান ঘটাতে জেনে নিন বিশদে-

Recruitment in Murshidabad 2025 সম্প্রতি মুর্শিদাবাদ জেলা পরিষদের  ওয়েবসাইটে চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে পার্ট টাইম মেডিক্যাল অফিসার পদে নিয়োগের সুযোগ রয়েছে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক বিভাগে।

Recruitment in Murshidabad 2025 শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা ? –

Recruitment in Murshidabad 2025 আবেদনের জন্য দ্বাদশ উত্তীর্ণের পরে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাংলা ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে।

Recruitment in Murshidabad 2025 পেশাদার যোগ্যতা-

Recruitment in Murshidabad 2025  হোমিওপ্যাথির জন্য- হোমিওপ্যাথিতে ব্যাচেলর ডিগ্রি BHMS যা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান অর্থাৎ হোমিওপ্যাথির কেন্দ্রীয় কাউন্সিল দ্বারা স্বীকৃত এবং রাজ্য বা কেন্দ্রীয় হোমিওপ্যাথি কাউন্সিলের সাথে নিবন্ধিত হতে হবে।

Recruitment in Murshidabad 2025  আয়ুর্বেদের জন্য- আয়ুর্বেদে ব্যাচেলর ডিগ্রি  BAMS  একটি বিশ্ববিদ্যালয় বা তার সমতুল্যর অধীনে স্বীকৃত হিসাবে ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট, 1790। প্রার্থীকে অবশ্যই ‘পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ’ এ নিবন্ধিত হতে হবে।

Recruitment in Murshidabad 2025 কী ভাবে আবেদন করবেন?

Recruitment in Murshidabad 2025  মুর্শিদাবাদ জেলার ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’ বিভাগে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে। ১৬ ই ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Recruitment in Murshidabad 2025  এই পদে বেতন কত?

Recruitment in Murshidabad 2025  এই পদে প্রতি মাসে ১৬ হাজার টাকা বেতন দেওয়া হবে। বাকি প্রয়োজনীয়, যোগ্যতা, নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন মুর্শিদাবাদ জেলা পরিষদের এই ওয়েবসাইটে– www.murshidabadzp.in