Jangipur Protest আরজিকর কান্ডের প্রতিবাদে জঙ্গিপুরে মোমবাতি জ্বেলে প্রতিবাদ মহিলাদের । শুক্রবার রাতে জঙ্গিপুরে ম্যাকেঞ্জিপার্ক থেকে শুরু হয় মিছিল। পন্ডিত প্রেস হয়ে মিছিল শেষ হয় সদরঘাটে। মিছিলে ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। জানানো হয়, আরজি কর কান্ডে ন্যায় বিচারের দাবি। এদিন একই দাবিতে মোমবাতি হাতে মিছিল করে সিপিএমের মহিলা সংগঠনের সদস্যরা। ফারাক্কায় দেখা যায় এমনই ছবি।
জঙ্গিপুরের বাসিন্দা বুলা দাস তিনি জানান, “এমন নৃশংস ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানায়। কোনদিন ভাবতে পারিনি একটি মেয়ের এত নিরাপত্তার অভাব থাকতে পারে। ওই মেয়েটি নিজের কাজ সেরে সবে মাত্র ঘুমোতে যাচ্ছিল। কিন্তু চিরঘুমের দেশে তাকে পাঠিয়ে দিল ওই পিশাচগুলো। এই ঘটনার একটা শেষ আমরা দেখে ছাড়বই। লরাই আমাদের চলছে চলবে। দরকার পরলে বৃহত্তর আন্দোলনে নামব আমরা”।