Jangipur News হাসপাতাল চত্বরে ওঁত পেতে রয়েছে বিষধর সাপ Poisonous Snake। বিশালাকার বিষধর দেখে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দীর্ঘক্ষণ ধরে ব্যহত হয় পরিষেবা। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সাফাই কর্মী ব্লাড ব্যাঙ্কে সাফাই করতে গিয়ে বিশালাকার সাপ দেখতে পান। এতেই চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। কাজ বন্ধ করে দেন ব্লাড ব্যাঙ্কের কর্মীরা। কখনও এসির উপর কখনও আবার ঘরের মেঝেতে ঘুরে বেড়াতে দেখা যায় সাপটিকে। খবর দেওয়া হয় বন দপ্তরে।
Jangipur News রঘুনাথগঞ্জ থেকে বন দপ্তরের কর্মীরা এসে প্রায় সাড়ে ১২টা নাগাদ উদ্ধার করে সাপটিকে। প্রায় সাত ফুটের কাছাকাছি এই সাপটি। ব্লাড ব্যাঙ্কের কর্মী সিরজা হোসেন জানান, সকালে এক সাফাই কর্মী সাফাই করার সময় সাপটিকে দেখতে পান। এখন সাপটিকে বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে গেলেও আতঙ্ক থাকছে। বিশেষ করে রাতের সময় একাই ডিউটি করতে হয়। সেই সময় সাপ ঢুকলে কী হবে! এদিন সাপ আতঙ্কে কয়েক ঘণ্টা ব্লাড ব্যাঙ্কে পরিষেবা বন্ধ থাকে। যদিও সাপ উদ্ধারের পর আবার স্বাভাবিক হয় পরিষেবা।