এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Jalangi Border ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর বিএসএফ!

Published on: March 8, 2025
Jalangi Border

Jalangi Border জলঙ্গিতে ভারত- বাংলাদেশ সীমান্তে বসবে কাঁটাতারের বেড়া! তৈরি হবে বিএসএফের রাস্তা। তার আগে এলাকার বাসিন্দা ও বিএলআরও এবং বিএসএফের উপস্থিতিতে হয়ে গেল জমির মাপজোখ। সাগরপাড়া এলাকায় শুরু হয়েছে সীমান্তে কাঁটাতার বসানোর কাজ। এবার জলঙ্গির সরকারপাড়া এলাকাতেও শুরু হবে কাজ। শনিবার  এলাকায় বিএলআরও ও বিএসএফ আধিকারিকদের উপস্থিতিতে ফিতে দিয়ে জমি মেপে দেখলেন আধিকারিকরা। পঞ্চায়েতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল বিএসএফের সাথে। এদিন জমি মাপার পর সেই সমস্যা সমাধান হয়েছে বলেই দাবি করা হয়। বিএসএফ একদিকে কাঁটাতারের বেড়ার কাজ করবে অন্যদিকে নিজেদের জন্য রাস্তাও তৈরি করবে বলেই জানা গিয়েছে।

Jalangi Border জলঙ্গি পঞ্চায়েত সমিতির সদস্য  রাকিবুল ইসলাম রকি জানান, সীমান্তবর্তি এলাকায় কাঁটাতারের ফেন্সিং দেওয়ার প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হল। রাস্তা সংক্রান্ত সমস্যাও দূর হয়েছে। এতদিন এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় খোলা ছিল ভারত- বাংলাদেশ সীমান্ত। সীমান্তে বেড়া দেওয়ার কাজ নিয়ে তৎপরতা শুরু হওয়ায় খুশি সীমান্তের কৃষকরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now