Jagannath from Murshidabad বাংলাদেশ যাচ্ছে মুর্শিদাবাদে তৈরী জগন্নাথ

Published By: Madhyabanga News | Published On:

Jagannath from Murshidabad রথের আগে  মুর্শিদাবাদ ( Murshidabad District)  থেকে  বাংলাদেশে পাড়ি দিল  রঘুনাথগঞ্জে তৈরী জগন্নাথের মূর্তি।  রঘুনাথগঞ্জ দুই নং ব্লকের অন্তর্গত তেঘরিয়া অঞ্চলের বাসিন্দা বাপ্পা দাস কাঠ দিয়ে তৈরি করেন জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। তাঁর তৈরী এই মূর্তি দেশের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দেয় বিদেশের বিভিন্ন জায়গায়। কাল  রথযাত্রা উৎসব তার আগে বাংলাদেশের বগুড়া জেলায় পাড়ি দিল ২৪ ইঞ্জি নিম কাঠের জগন্নাথ

Jagannath from Murshidabad শুধু কি বাংলাদেশ !

Jagannath from Murshidabad  শুধু বাংলাদেশ (Bangladesh)  নয় রঘুনাথগঞ্জের বাপ্পার তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি এর আগে স্থান পেয়েছে বিভিন্ন দেশে। এরাজ্যের বিভিন্ন জেলাতেও পারি দিচ্ছে কাঠের তৈরি জগন্নাথের মূর্তি। এবার বাংলাদেশের বগুড়া জেলায় ইস্কনের মন্দিরে স্নান পাবে রঘুনাথগঞ্জের শিল্পীর হাতে গরে ওঠা জগন্নাথের মূর্তি।