International Yoga Day 2025 ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’ আন্তর্জাতিক যোগ দিবসের অঙ্গীকার

Published By: Imagine Desk | Published On:

International Yoga Day 2025  আজ একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস।  এবছরের থিম, এক পৃথিবী, এক স্বাস্থ্য। বিশ্বের ১৩১টি দেশে যোগ দিবস পালন করা হল। দেশের বিভিন্ন শহরের সাথেই মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরেও যোগ দিবস পালন। যোগ মগ্ন আট থেকে আশি। বহরমপুরে  তেরাপন্থ যুবক পরিষদের পক্ষ থেকে আন্তজার্তিক যোগ দিবস পালন করা হল কাশিমবাজারে। প্রাচীন ভারতীয় সভ্যতায় যোগের উৎপত্তি হলেও আজ বিশ্বজুড়ে যোগ ব্যায়াম সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি ও আত্ম-উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নিয়মিত যোগাভ্যাস শরীরকে সুগঠিত করে, মনকে প্রশমিত করে এবং জীবনকে করে আরও সচেতন করে তোলে। সকলেই যোগাসহ করুন এবং ফিট থাকুন, এই বার্তা নিয়েই এই যোগ শিবিরের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

International Yoga Day 2025   জেলার বিশিষ্ট শিল্পপতি, এক অভিজাত বস্ত্র প্রতিষ্ঠানের কর্ণধার প্রবীণ গুলগুলিয়া জানান,  প্রত্যেককেই সুস্থ থাকতে যোগ করা উচিৎ। সচেতনতার জনই প্রতি বছরের মতো এবারেও কাশিমবাজারে তেরাপন্থ যুবক পরিষদের ভবনে যোগ দিবস পালিত হল। যোগ প্রশিক্ষক তন্ময় রায় যোগ চর্চার প্রশিক্ষন দেন। দৈনন্দিন জীবনে যোগাভ্যাস জীবন বদলতে দিতে পারে। সকলের জন্য যোগা- এই বার্তা দিতেই পালিত হল যোগ দিবস।

International Yoga Day 2025 বর্তমানে হাজারো ব্যস্ততায় শরীর চর্চার সময় কমে গিয়েছে। এর জেরেই শরীরে বাসা বাঁধছে নানা ধরনের অসুখ বিসুখ। প্রতিদিন কিছুটা সময় করে যোগব্যাম করলে তা থেকে মুক্তি মিলবে বলেই জানাচ্ছেন প্রশিক্ষকরা। যোগ প্রশিক্ষক তন্ময় রায় জানান, জীবন যাত্রার মান উন্নত হয়েছে আধুনিক বিশ্বে। সঙ্গে সঙ্গে এত বেশী ব্যস্ততা, যে রোগ ভোগ সঙ্গী হচ্ছে। কম বয়সেই নানান ব্যাধিতে আক্রান্ত হচ্ছে যুব সমাজ। জরুরি কিছুটা সময় নিজেদের জন্য রেখে যোগাভ্যাস করা। শুধু এক দিনের জন্য নয়,  ফিট থাকতে নিয়মিত যোগব্যায়াম জরুরি।