Sagarpara Yoga Day Celebration সুব্রত প্রামাণিক, সাগরপাড়াঃ বিএসএফ জওয়ানদের কাছ থেকে যোগব্যায়ামের পাঠ নিল ছাত্র ছাত্রীরা। আন্তর্জাতিক যোগ দিবসে বিএসএফের ১৪৬ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে সাগরপাড়া হাইস্কুল মাঠে যোগ শিবিরের আয়োজন করা হল। শুক্রবার বিকেলে এই শিবিরে অংশ নিলেন এলাকার ছাত্র ছাত্রী থেকে যুবক যুবতীরা। পড়াশোনার পাশাপাশি ছাত্র ছাত্রীদের মন ও শারীরিক বিকাশে যোগব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ।
শুভম বিশ্বাস সেচ্ছাসেবী সংস্থার সদস্য তিনি জানান, ‘আজকে এইদিনটি আমরা সকলে মিলে উদযাপন করলাম। আমাদের সঙ্গে যেমন বিএসএফ-এর স্যারেরা ছিলেন। তেমনই ছিলেন পড়ুয়ারাও। এই যোগ দিবসের মাধ্যমে আমরা এটাই বার্তা দিতে চাই। যে সবাই যেন সুস্থ থাকে’।
স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বিএসএফের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট ও সাগরপাড়া হাইস্কুলের অ্যাথলেটিক ইউনিটের সহযোগিতায় চলল যোগ শিবির। এই শিবির থেকে যুব সমাজকে শরীর চর্চায় প্রয়োজনীয়তা নিয়ে বোঝান হয়। এদিন প্রায় শতাধিক ছাত্র ছাত্রী ও যুবক যুবতী এই শিবিরে অংশ নিয়েছিলেন।