নিজস্ব সংবাদদাতা, সাগরপাড়াঃ রাস্তার পাশে থাকা পাথরে ধাক্কা বাইকের। দুর্ঘটনায় মৃত্যু সাগরপাড়ার যুবকের। দুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হল প্রহ্লাদ মণ্ডলের (২৯) । জানা গিয়েছে সাগরপাড়ার খয়েরতলা এলাকার দুই যুবক শুক্রবার রাতে দেবীপুর থেকে রাস মেলা দেখে বাইকে করে বাড়ি ফিরছিলেন। ধনিরামপুর-ডোমকল রাজ্য সড়কের কান্দিপাড়া প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকায় রাস্তার পাশে পড়ে ছিল পাথরের বোল্ডার। বাইক চালক তা দেখতে না পেয়ে পাথরে থাক্কা মেরে পড়ে যান। এতেই আহত হয় দুজন। গাড়ির পেছনেই বসে থাকা প্রহ্লাদের বন্ধু অনুপ মণ্ডল জানান, ‘আমরা দুজনেই রাস মেলা দেখা ফিরছিলাম। যেহেতু এই রাস্তায় খুব একটা আলোর ব্যবস্থা নেই। তাই পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল প্রহ্লাদ। কিন্তু হঠাৎ সামনে এত বড় একটা বোল্ডার চলে আসায় বাইক সামলাতে পারেনি সে। এবং মাথায় হেলমেটও ছিলনা দুজনেরই। যারফলে গুরুতরভাবে আহত হয় সে এবং আমিও।’ কিন্তু বন্ধুর এমন আচমকা মৃত্যু হবে সেটা বুঝতে পারেনি কেউই। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন অনুপ।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় প্রহ্লাদ মণ্ডলকে ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে ফের তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার রাতে সেখানেই মৃত্যু হয় ওই যুবকের।