এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir বিজয়া সম্মিলনী থেকে দলের একাংশকেই নিশানা হুমায়ুনের

Published on: October 20, 2024
Humayun Kabir

Humayun Kabir সালারের তৃণমূল কর্মী খুনের ঘটনায় চক্রান্তের অভিযোগ বিধায়ক হুমায়ুন কবীরের। এই ঘটনায় প্রাক্তন ব্লক তৃণমূল TMC  সভাপতিকে চক্রান্ত করে ফাঁসানো  হচ্ছে। এর মধ্যে ইন্ধন রয়েছে দলেরই একাংশের। সালারে বিজয়া সম্মিলনী থেকে নাম না করে দলেরই একাংশকে তোপ তৃণমূল  বিধায়ক হুমায়ুন কবিরের। Humayun Kabir গত ১৪ই অক্টোবর পার্টি অফিস থেকে ফেরার পথে সালারের Salar  মালিহাটি কান্দরা গ্রামে খুন হন তৃণমূল কর্মী আলাই সেখ । এই ঘটনায়  বিধায়ক ঘনিষ্ট প্রাক্তন ব্লক সভাপতিকে ফাঁসান হচ্ছে বলে অভিযোগ বিধায়কের। তবে হুমায়ুন হুঁশিয়ারি দিয়েছেন, তিনি ছেড়ে কথা বলবেন না।  ইট মারলে পাথরে জবাব দেওয়া হবে বলে স্পষ্ট বার্তা হুমায়ুন কবিরের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now