পঞ্চায়েতের নমিনেশনে কার কতো লোক ? ব্লক সভাপতিকে চ্যালেঞ্জ হুমায়ুনের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, কান্দিঃ  ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল  বিধায়ক হুমায়ুন কবীর । নাম না করে পঞ্চায়েতে  প্রার্থী নিয়ে দলেরই ব্লক সভাপতিকে হুমকি এবার  বিধায়কের। সোমবার থেকে মনোনয়নে কার কত লোক আছে দেখান হবে বলে হুমকি বিধায়কের। রবিবার সালারে তৃণমূল কার্যালয়ে দলীয় বিধায়ক অনুগামীদের নিয়ে সভা করেন বিধায়ক। সেখানে ভোট পরিচালনার জন্য ৪৭ জনের একটি কমিটিও ঘোষণা করেন। তবে এই কমিটির কনভেনর হিসাবে তিনি দায়িত্ব দেন এক সময়ে তারই বিরোধী হিসেবে পরিচিত  আজাহারুদ্দিন সিজারকে। বিধায়কের দাবী , ব্লক তৃণমূল সভাপতি বলছেন  তারা ৭৫ % আসনে প্রার্থী দেবে আর বিধায়ককে ২৫% আসনে প্রার্থী দিতে হবে। হুমায়ূন বলেন, ” আমি জেলা তৃণমূল সভানেত্রীর কাছে গিয়ে দেখছি এখানকার বাহাদুর সভাপতি ও ভরতপুরের বাহাদুর ব্লক সভাপতি যৌথ ভাবে আছেন। উনি আমাকে বলছেন পঞ্চায়েতের টিকিট আপনি ২৫% নিন আর আমরা ৭৫% নিচ্ছি। বলছে,  আপনার তো লোকও নেই তাই আপনি ২৫% এর প্রার্থী খুঁজে পাবেন না । তাই আমি সেই বাহাদুর সভাপতিদের কে বলছি আগামী সোমবার থেকে মনোনয়ন শুরু হবে আমরা অংশগ্রহণ করব কার কত পার্সেনটেজ আছে আমরা বিশৃঙ্খলা না করে আমরা অংশগ্রহণ করে দেখাব আপনার কাছে কী  পার্সেনটেজ আছে আর আমাদের সাথে ভরতপুর ২ এর জনতা আছে। সেটা আগামী দিনে সময় কথা বলবে” । যদিও তৃণমূলের ভরতপুর ২  ব্লক সভাপতি সুমনের দাবি, কে কী বলল তার উপর ভোট প্রভাবিত হবে না।