এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir হুমায়ুনের মসজিদের নাম করে কিউ জালিয়াতি ! ঠকাচ্ছে কারা ?

Published on: December 12, 2025
Humayun Kabir

Humayun Kabir হুমায়ুনের মসজিদের নাম করে কিউ জালিয়াতি ! ঠকাচ্ছে কারা ? প্রশ্ন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। অভিযোগ চক্রান্তের।  হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ট্রাস্টের নাম করে এবার কিউআর কোড জালিয়াতির অভিযোগ উঠেছে । মুর্শিদাবাদে সাইবার ক্রাইম থানায় CYBER CRIME POLICE STATION দায়ের হয়েছে  এফআইআর ।

আরও পড়ুনঃ আসাদুদ্দিনের মিমের সঙ্গে জোট করে ভোটে লড়ার ঘোষণা হুমায়ুনের

Humayun Kabir কী দাবী করলেন হুমায়ুন ?

Humayun Kabir হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ট্রাস্টের নাম করে এবার কিউআর কোড জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। নকল কিউআর কোডে অনেকে দিয়েছেন টাকাও । ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের দাবি, বিষয়টা জানার পর  সাইবার ক্রাইম থানায় দায়ের হয়েছে অভিযোগ। হুমায়ুন কবিরের ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া’ ট্রাস্টের পক্ষ থেকে বাবরি মসজিদ নির্মাণ করা হচ্ছে। ওই ট্রাস্টের নামে মানুষ অনলাইনে টাকা দিচ্ছেন।

তবে বিধায়কের দাবি, কেউ কেউ বদমায়েশি করে একই নামে ব্যাঙ্কে গিয়ে একাউন্ট করে কিউআর কোড ছাড়ছে। টাকা চাইছে। এগুলো জালিয়াতি। বিধায়কের দাবি, স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা হচ্ছে। অভিযোগ দায়ের হয়েছে সাইবার ক্রাইম থানায় ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now