Hariharpara News বিডিওকে নালিশ গ্রামবাসীদের একাংশের, কী ইস্যুতে?

Published By: Imagine Desk | Published On:

Hariharpara News   ICDS কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ, শিক্ষিকাকে সরানোর দাবি জানিয়ে বিডিওকে ডেপুটেশন স্থানীয়দের। হরিহরপাড়া থানার অন্তর্গত সদানন্দপুর বাগানপাড়ার ICDS কেন্দ্রকে ঘিরে উত্তেজনা। সোমবার বিকেলে ওই কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে হরিহরপাড়া ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন জমা দিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ, সদানন্দপুর ICDS কেন্দ্রে শিশুদের জন্য বরাদ্দ খাবারের মান অত্যন্ত নিম্নমানের। পাশাপাশি, শিশুদের শিক্ষা-সংক্রান্ত কার্যক্রমও ঠিকভাবে পরিচালিত হচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইসিডিএস সেন্টার কর্তৃপক্ষের  কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Hariharpara News হরিহরপাড়া ব্লকের বিডিও  ছেরিং জাম ভুটিয়া জানান,   অভিযোগ জানিয়েছেন স্থানীয়দের একাংশ। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।