Hariharpara News বোমা বিস্ফোরণে উড়ল শৌচাগার!

Published By: Imagine Desk | Published On:

Hariharpara News  ভরদুপুরে হরিহরপাড়া থানার সলুয়া আকুন্দবেড়িয়া এলাকায় তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণে উড়ল শৌচাগারের একাংশ। বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোন খবর না থাকলেও বিস্ফোরণে ভেঙে যায় শৌচাগারের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বোমা বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে তৃণমূল কর্মী কাসেম আলী সেখের বাড়িতে বিস্ফোরণ ঘটে। উড়ে যায় শৌচাগারের একাংশ। পরিবারের সদস্যদের দাবিতে বাড়িতে কেউ ছিল না। বাইরে থেকে কেউ বোমা রেখে গিয়েছিল তার জেরেই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার তদন্তে হরিহরপাড়া থানার পুলিশ।