Hariharpara News সপ্তাহের শুরুতেই ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। সোমবার সাত সকালে হরিহরপাড়ার রাস্তায় উল্টে গেল যাত্রীবাহী গাড়ি। হরিহরপাড়া থানার অন্তর্গত ট্যাংরামারী মাঠ সংলগ্ন এলাকায় যাত্রী বোঝাই ট্রেকারের সাথে লরির মুখোমুখি সংঘর্ষে তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে যাত্রী বোঝাই ট্রেকারটি হরিহরপাড়া থেকে আমতলার দিকে যাচ্ছিল। ট্যাংরামারী মাঠের কাছে যেতেই উল্টো দিক থেকে আসা লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুমড়ে মুচড়ে যায় ট্রেকারটি। এতেই গুরুতর আহত হন ট্রেকারে থাকা দুই যাত্রী। আহতদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুই গাড়ির অসাবধানতার জেরেই এই দুর্ঘটনা বলে স্থানীয়দের অনুমান। ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেকারটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Hariharpara News সপ্তাহের শুরুতেই ভয়ঙ্কর কাণ্ড হরিহরপাড়ায়
By Imagine Desk
Published on: February 24, 2025















