Art Gallery হরিহরপাড়ার প্রত্যন্ত এলাকায় তৈরি হল আর্ট গ্যালারি। শিল্প কাজ তুলে ধরার একটি আশ্রয় পেল ভাবী শিল্পীরা। ছোটদের হাতে আঁকা ছবি স্থান পেল আর্ট গ্যালারিতে। প্রদর্শনীতে অসংখ্য ছবি আর্ট গ্যালারির দেওয়াল জুড়ে। হরিহরপাড়ার ভজরামপুরে তৈরি হয়েছে এই আর্ট গ্যালারি। উদ্যোক্তা হলেন এই গ্রামেরই বাসিন্দা চিত্র শিল্পী অনিমেষ মন্ডল। মঙ্গলবার তাঁর এই প্রয়াসের পথ চলা শুরু হল। এই আর্ট গ্যালারির উদ্বোধনী পর্বে ভিড় উপচে পড়ল। উদ্বোধন করলেন বর্ধমান আর্ট কলেজের অধ্যাপক সৌরভ জানা।
প্রান্তিক এলাকায় আর্ট গ্যালারি নিয়ে অধ্যাপক সৌরভ জানা বলেন, ‘ প্রান্তিক জায়গায় আর্ট গ্যালারি। গ্রামের মানুষজন, গুণি জন, শিক্ষক প্রত্যেকেই এই আর্ট গ্যালারির উদ্বোধনে এসেছেন। এর শ্রী বৃদ্ধি হোক।’
Art Gallery এলাকার ছাত্র ছাত্রীদের ছবি আঁকার প্রতি আগ্রহ বাড়বে বলেই মনে করছেন চিত্র শিল্পী অনিমেষ মন্ডল। বলেন, ‘ ছবি আঁকার একটা স্টেজ দরকার। সেই প্ল্যাটফর্মটাই দেওয়ার চেষ্টা হয়েছে। শিল্পের প্রসার ঘটানোই মূল লক্ষ্য। মন ভালো থাকবে, ছবি আঁকার প্রতি আগ্রহ বাড়বে ছাত্র ছাত্রীদের’।
Art Gallery স্বপ্ন দেখার সাহসকে কুর্নিশ জানান উদ্বোধনে আসা অতিথিরা। এই আর্ট গ্যালারি আগামী দিনে মুর্শিদাবাদ জেলার সেন্টার অফ এক্সিলেন্স হবে, শিশুরা আর্ট এডুকেশন সমন্ধে জানার এবং শেখার সুযোগ পাবে বলেই মনে করা হয়।