Hariharpara Bank Fraud নথি বানিয়ে ভুয়ো লোন ! হরিহরপাড়ায় হাজতে যুবক

Published By: Madhyabanga News | Published On:

Hariharpara Bank Fraud বাড়িতে হাজির ব্যাঙ্ক কর্মীরা। জানানো হয়, নেওয়া হয়েছে লোন। গৃহকর্ত্রী অবাক। ব্যাঙ্কে যাননি তাও কীভাবে হল লোন ? খোঁজ করতে যানা গেল, গ্যাসের সংযোগ দেওয়ার নাম করে নথি নিয়েছিলেন এক যুবক। তারপর সেই অ্যাকাউন্ট থেকে নেন ঋণও। অবশেষে থানায় দারস্থ হরিহরপাড়ার ভজরামপুরের বেশ কিছু পরিবার।

অন্যের নথি নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে প্রতারণার অভিযোগে হরিহরপাড়ায় গ্রেফতার এক যুবক। ধৃত যুবক হরিহরপাড়ার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম নিত্যানন্দ মণ্ডল। ওই যুবক স্থানীয় একটি গ্যাস অফিসে কাজ করতেন। সেই সময় ওই যুবক ভজরামপুর এলাকায় বেশ কিছু গ্রাহকের নথি নিয়ে সে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকা তছরুপ করে বলে অভিযোগ। সম্প্রতি গ্রাহকদের কাছে লোকের নোটিশ যায়।

এরপরই তারা প্রশাসনের দারস্থ হয়। অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ। মঙ্গলবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে বহরমপুর জেলা আদালতে পাঠায় পুলিশ ।