নমিনেশন নিয়ে ইসলামপুরে ধুন্ধুমার ! তৃণমূল বনাম সিপিএম

Published By: Madhyabanga News | Published On:

মামুন আব্দুল কায়েম, ডোমকলঃ  পঞ্চায়েত ভোটের নমিনেশনের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠল রানীনগর বিধানসভায় ইসলামপুর। রানিনগর এক ব্লক অফিসের বাইরে   তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল সিপিআই(এম) ও  কংগ্রেসের বিরুদ্ধে। পাল্টা হামলার অভিযোগ তুলেছে বাম নেতৃত্ব। জানা গিয়েছে শুক্রবার রানীনগর ১ নম্বর ব্লক অফিসে বাম কংগ্রেস নেতৃত্ব ডিসিআর কাটতে ও নমিনেশন জমা দিতে যায়। ব্লক অফিস থেকে কিছুটা দূরে তৃণমূল কংগ্রেস টেন্টে বসেছিলেন দলীয় কর্মী সমর্থকেরা । তৃণমূলের অভিযোগ নমিনেশনের শেষ মুহুর্তে সেই তৃণমূলের টেন্টে হামলা চালান হয় । সেখানে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। যদিও রানিনগর ১ ব্লকের তৃণমূলের কর্মীদের নেতৃত্বে সিপিআই(এম) কর্মীদের উপর হামলার অভিযোগ তুলেছে বাম শিবির।  পুলিশের সামনেই হামলা চালান হয় বলে অভিযোগ। এতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। পঞ্চায়েত ভোটের প্রথম দিনই নমিনেশনকে ঘিরে এই অশান্তি নিয়ে আদেও শান্তিপূর্ন ভোট হবে কিনা তা নিয়ে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।