এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Farakka Raid সাড়ে তিন কোটির মুক্তিপণের দাবি ! ফারাক্কার হোটেল থেকে গ্রেফতার ৫

Published on: November 23, 2024
Farakka Raid

Farakka Raid  হাওড়ার জেলার বেলুড় এলাকার দুই ব্যবসায়ীকে  অপহরণ করে আটকে রেখে চাওয়া হয়েছিল সাড়ে তিন কোটি টাকা মুক্তিপণ। কিন্তু অপহরণকারীদের স্বপ্ন সফল হল না। জুটলো না সাড়ে তিন কোটি টাকা।  শুক্রবার দুপুরেই  মুর্শিদাবাদের ফরাক্কায়  পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ । উদ্ধার করা হয়েছে দুই অপহৃত ব্যক্তিকেও ।

Farakka Raid কিন্তু কী ভাবে হয়েছিল অপহরণ ?

পুলিশ সূত্রে জানা গিয়েছে  অপহৃত দুই ব্যক্তির নাম সমীর খান (২৩) এবং মহম্মদ আম্বর খান (২৫)। দুজনেরই  বাড়ি হাওড়া জেলার লিলুয়া Liluah এলাকায় । ওই দুই ব্যক্তি লোহার ছাঁটের ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে । লোহার ছাঁটের ব্যবসার লোভ দেখিয়ে রানাঘাটে ডেকে দুই ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল বলে সূত্রের খবর । এরপর তাদের পরিবারের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে জানাযায়।

মুক্তিপণের দাবি শুনে ওই দুই ব্যক্তির পরিবার হাওড়া পুলিশের সাথে যোগাযোগ করে। হাওড়া জেলা পুলিশের কাছে সমীর এবং আম্বরের পরিবার অপহরণের অভিযোগ করে বলে জানাযায়। লিখিত অভিযোগ পাওয়ার পর হাওড়া জেলা পুলিশ Howrah Rural District Police তদন্তে নামে। এরি মাঝে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ নিউ ফরাক্কা একটি বেসরকারি হোটেলে অভিযান চালায় এবং পাঁচ অপহরণকারী সহ দুই অপহৃত ব্যক্তিকে সেখান থেকে ফারাক্কা থানায় নিয়ে যায়।

Farakka Raid  পাঁচ অপহরণকারীকে জিজ্ঞাসাবাদ  করে পুলিশ  জানতে পারে যে  দুই জনকে অপহরণ  করে নিউ ফরাক্কা একটি বেসরকারি হোটেলে আটকে রাখা হয়েছে । এছাড়া অপহরণে ব্যবহৃত একটি গাড়িও  উদ্ধার করে পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারাক্কা থানার পুলিশ রাজু দেবনাথ, মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা রিংকু শেখ, রেহান শেখ, সাত্তার শেখ এবং নদীয়া জেলার বাসিন্দা অভিজিৎ বালাকে আটক করে  ।  তদন্ত করার পর হাওড়া জেলা পুলিশের সঙ্গে ফরাক্কা থানার পুলিশ যোগাযোগ করে । অপহৃত ব্যক্তিদের উদ্ধারের খবর পাওয়ার পর হাওড়া পুলিশের একটি দল মুর্শিদাবাদের ফরাক্কা থানায় আসে। অপহৃত দুই ব্যক্তি এবং অপহরণকারীদেরকে শুক্রবার রাতে হাওড়া জেলার পুলিশ নিজদের হেফাজতে নিয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now