Raninagar arrest বৈধ কাগজ নেই! উদ্দেশ্য কী! রানীনগরে পুলিশের জালে সন্দেহভাজন বাংলাদেশী

Published By: Imagine Desk | Published On:

Raninagar arrest ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গভীর রাতে কী করছিলেন? উদ্দ্যেশ্য কী ছিল? আচমকাই টহলরত পুলিশের নজরে পড়তেই হল না শেষ রক্ষা। সীমান্ত এলাকায় এক বাংলাদেশীকে ঘোরাঘুরি করতে দেখেই সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদ করতেই বেড়িয়ে আসে আসল সত্য। মুর্শিদাবাদের রানিনগরের ঠাকুরপুর এলাকা থেকে সোমবার গভীর রাতে গ্রেপ্তার এক বাংলাদেশী।

Raninagar arrest পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১২ টা নাগাদ ঠাকুরপুর এলাকায় ঐ ব্যক্তি ঘোরাঘুরি করছিলেন। জিজ্ঞাসাবাদ করতেই বাংলাদেশীর পরিচয় মেলে। ভারতে আসার কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করে পুলিশ। ধৃত রাজু শেখ নামে ঐ ব্যক্তি বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা বলেই জানা যায়। কবে কীভাবে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করল সে! তন্দত শুরু হয়েছে ইতিমধ্যেই। মঙ্গলবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ কোর্টে পাঠায় রানীনগর থানার পুলিশ।