Fake Passport Case, militants link জাল পাসপোর্ট চক্রের সাথেই সক্রিয় জঙ্গি যোগ মুর্শিদাবাদের হরিহরপাড়ায়? ভোর রাতে হরিহরপাড়া থানার পুলিশের সহযোগিতায় আসাম স্পেশাল টাস্ক ফোর্স STF এর অভিযানে গ্রেপ্তার জাল পাসপোর্ট চক্রের দুই মূল পাণ্ডা! শুধু জাল পাসপোর্ট চক্র নয়- সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। এস টি এফ সুত্রের দাবী, ধৃতদের সঙ্গে জঙ্গিযোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গ্রেপ্তার করা হয়েছে হরিহরপাড়া থানার বহরাণের বাসিন্দা মহম্মদ আব্বাস আলিকে এবং রুকুনপুরের বাসিন্দা মিনারুল সেখকে। ধৃত দুজনের বিরুদ্ধেই বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। রয়েছে ইউএপিএ-UAPA র ধারাও।
Fake Passport Case, militants link কোন কোন ধারায় অভিযোগ রয়েছে?
UAPA 10 এ রয়েছে বেআইনি বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগ। UAPA 13 বেআইনি কাজে মদত, UAPA 16 সন্ত্রাসমুলক কাজের সঙ্গে যোগ, 18B. Punishment for recruiting of any person or persons for terrorist act- সন্ত্রাসী কাজে অন্য ব্যক্তির নিযুক্তির সঙ্গে যোগ, UAPA 20. Punishment for being member of terrorist gang or organisation- সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য হওয়া।
Fake Passport Case, militants link ধৃত মহম্মদ আব্বাস আলীর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোবাইল সেট। ভোর চারটের সময় ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় এসটিএফ। এসটিএফ এর হানার পরেই থমথমে গোটা এলাকা। আব্বাসের গতিবিধি নিয়ে বিস্ফোরক অভিযোগ প্রতিবেশীদের। এর আগেও নাকি সাত বছর ধরে জেলে ছিল আব্বাস! এলাকাবাসীরা বলছেন, বাড়িতে থাকত মহম্মদ আব্বাস আলি ও তাঁর মা। এলাকায় একটি মাদ্রাসা চালাত সে। এস টি এফ এর অভিযানের পরেই গোটা বাড়ি এখন তালাবন্ধ।
Fake Passport Case, militants link পাশাপাশি হরিহরপাড়ারই রুকুনপুরের বাসিন্দা মিনারুল সেখকেও গ্রেফতার করেছে আসামের এসটিএফ। তাঁর কাছ থেকেও বাজেয়াপ্ত হয়েছে দুটি মোবাইল ফোন, একটি পেন ড্রাইভ। যদিও কী অভিযোগে গ্রেপ্তার মিনারুল! তা নিয়েই ধোঁয়াশার কথা বলছে পরিবার। ধৃতের স্ত্রী অভিযোগ করছেন, বিনা কারনেই ধরে নিয়ে যাওয়া হয়েছে তাঁর স্বামীকে। যিনি পেশায় সামান্য মিস্ত্রি। বাজেয়াপ্ত করা হয়েছে ব্যাঙ্কের পাস বই।
Fake Passport Case, militants link
স্পেশ্যাল টাস্ক ফোর্সের অভিযান ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে হরিহরপাড়ার দুই গ্রাম। জাল পাসপোর্ট চক্রের মূল দুই পাণ্ডা! কীভাবে চলত জাল কারবার? কতদূর ছড়িয়ে এই চক্র? গোটা ঘটনায় আতঙ্কে এলাকার মানুষ।
Fake Passport Case, militants link তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, ধৃতদের সঙ্গে জামাতুল মুজাহিদিন এবং এবিটির একটি লিঙ্ক পাওয়া গিয়েছে। এর আগে জাল পাসপোর্ট চক্রের তদন্তে অসমের ডুবরি এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে এসটিএফ। তাদের জেরা করেই মুর্শিদাবাদের এই দুই অভিযুক্তকে পাকড়াও করেছে এসটিএফ। একই সঙ্গে কেরালা থেকেও একজনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃতদের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।