এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Hariharpara Wife: আমবাগানে বৌমার দেহ। হাজতে হরিহরপাড়ার শ্বশুর শাশুড়ি

Published on: November 8, 2024
Hariharpara Wife

Hariharpara Wife: হরিহরপাড়ায় গৃহবধূর রহস্যমৃত্যুর ঘটনায় মৃতের শ্বশুর ও  শাশুড়িকে গ্রেফতার করেছে হরিহরপাড়া থানার পুলিশ Hariharpara Police Station । ধৃতদের নাম রেজাউল শেখ ও সুমাইয়া বিবি। মৃত গৃহবধূর বাবা থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ওই দুজনকে গ্রেপ্তার করে শুক্রবার বেলা আনুমানিক এগারোটা নাগাদ বহরমপুর আদালতে পাঠানো হয়।

Hariharpara Wife কী হয়েছিল ?

বৃহস্পতিবার সকালে  মুর্শিদাবাদের Murshidabad  হরিহরপাড়া থানার লোচনমাটি গ্রামে রাস্তার ধারে আম বাগানে  এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন এই মহিলাকে কেউ  খুন করে আম বাগানে ফেলে রেখে পালিয়ে গেছে। ঘটনাস্থলে গাছে একটি ওড়না  ঝোলানো ছিল । মৃত গৃহবধূর নাম শরিফা বিবি । মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ,  প্রায় ৯ বছর আগে সংকরপুর হাট পাড়া এলাকায় মুর্শিদ আলমের সাথে সামাজিক ভাবে বিয়ে হয়। তার পর থেকেই বিভিন্ন ভাবে অত্যাচার করত । বেশ কয়েকবার সালিশি সভা করা হয়েছে। ওই গৃহবধূ বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন।

Hariharpara Wife বুধবার সন্ধ্যায় স্বামীর বাড়িতে ফেরেন শরিফা । তারপর থেকে মোবাইলে যোগাযোগ করতে পারেনি বধূর বাবার বাড়ির লোকজন। পরিবারের দাবি,  স্বামী অন্য এক মহিলার সাথে ফোন কথা বলতেন। সেই নিয়ে  স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলে। ওই অশান্তির জেরেই তাঁকে  খুন করা হয়েছে  বলে অভিযোগ করছেন পরিবারের সদস্যরা ।এই ঘটনায় মৃতের শ্বশুর শাশুড়িকে গ্রেফতার করে শুক্রবার বেলা আনুমানিক এগারোটা নাগাদ বহরমপুর জেলাতে পাঠানো হয়। যদিও পলাতক স্বামী মুর্শিদ আলম। মৃতের শ্বশুর রেজাউল শেখ  পাল্টা বলেন , “ আমাদের বিরুদ্ধে অভিযোগ   সম্পূর্ণ মিথ্যা ।  আমার ছেলে বাইরে কাজে বেশিরভাগ থাকে ওই মেয়ে অন্য কারো সঙ্গে সম্পর্ক ছিল সেই কারণে অন্য কেউ এরকম কাজ করে থাকতে পারে। আমাদেরকে ফাঁসানো হয়েছে” । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now