ফরাক্কার কলেজে SET-এ অনিয়ম কান্ডের তদন্তের দাবিতে পথে DYFI

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, ফরাক্কাঃ গত রবিবার রাজ্যজুড়ে চলছিল স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET)। সেই পরীক্ষা চলাকালীন অনিয়মের অভিযোগ ওঠে ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজে। সেই ঘটনায় তদন্তের দাবিতে পথে নামল ফরাক্কার ডিওয়াইএফআই।১৭ ই ডিসেম্বর, সেট পরীক্ষায় দুই পরিক্ষার্থীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ফেসবুক লাইভ ভিডিও করে সেই ঘটনা প্রকাশ্যে আনেন কলেজেরই এক অস্থায়ী অধ্যাপক। এই ঘটনায় তদন্তের দাবিতে বৃহস্পতিবার বিকেলে ফারাক্কায় মিছিল করেন ডিওয়াইএফআই নেতৃত্ব।বৃহস্পতিবার নিউ ফরাক্কা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজের সামনে শেষ হয় মিছিল। মিছিলের শেষে বিক্ষোভ সভাও হয়। ফরাক্কার ডিওয়াইএফআই নেতা হিমাংশু শেখর সাহা জানান, “কলেজে এই বেনিয়ম কোনওভাবেই নেওয়া যায় না। যে প্রতিবাদী শিক্ষক এই গোটা অনিয়মের ঘটনা সামনে এনেছেন তাঁকেই উল্টে শোকজ করেছে কলেজ কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সবটা দুর্নীতিগ্রস্ত। এই বেনিয়মের সঠিক বিচার হোক।”