এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Dr Nirmal Saha নির্মলের হাতিয়ার পয়লার শোভাযাত্রায়

Published on: April 14, 2024
Dr Nirmal Saha

Dr Nirmal Saha: ঢাক, ঢোল বাজিয়ে পয়লা বৈশাখের শোভাযাত্রা করে সাত সকালে ভোটে প্রচারে নামলেন বহরমপুরের বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহা । রবিবার বহরমপুরে বিজেপির পক্ষ থেকে “মাঙ্গলিক শোভাযাত্রা”র আয়োজন করা হয়েছিল। শোভাযাত্রায় রণপা, আদিবাসী নৃত্যের পাশাপাশি ছিল নরেন্দ্র মোদী, নির্মল সাহার কাট-আউট, ট্যাবলো।

শোভাযাত্রার প্রথমে গলায় বিজেপি’র প্রতীক আঁকা উত্তরীয় ঝুলিয়ে হাঁটেন ডাঃ নির্মল সাহা। পাশে ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র। শোভযাত্রা থেকেই চাওয়া হয় ভোট।   বহরমপুরে কুঞ্জঘাটা থেকে শুরু হয় । জলট্যাংকের মোড় হয়ে রানীবাগানে শেষ হয় নির্মল সাহার শোভাযাত্রা।

একুশের নির্বাচনে তৃণমূল অভিযোগ করেছিল, বাংলা দখল করতে চাইছে বহিরাগতরা। তৃণমূল হাতিয়ার করেছিল বাংলা সংস্কৃতিকে। “বাংলা বিরোধী” হিসেবে চিহ্নিত করা হয়েছিল বিজেপিকে।  এই বছর বাংলা বছরের  প্রথম দিনটিতে  ‘রাজ্য দিবস’ পালনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এসবের মধ্যে চব্বিশের ভোটে বাংলা সংস্কৃতির সাথে নিজেদের যোগ খুঁজতে চাইছে বিজেপিও। রাজনৈতিক মহলের দাবি, সেই তাগিদ থেকেই আয়োজন করা হয় এদিনের শোভাযাত্রার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now