Berhampore Loksabha: ভোট প্রচারের ফাঁকে রোগীও দেখছেন নির্মল সাহা

Published By: Madhyabanga News | Published On:

Berhampore Loksabha:  কথায় আছে  ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। তবে প্রচারে গিয়ে কী করছেন ডাক্তার প্রার্থী ? প্রচারের ফাঁকে রোগী দেখে সেই প্রশ্নের জবাব দিচ্ছেন ডাঃ নির্মল সাহা ( Dr Nimral Saha) নিজেই ।  বহরমপুরে অধীর চৌধুরীর ( Adhir Chowdhury)  বিরুদ্ধে এই চিকিৎসককে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূল প্রার্থী করেছে ক্রিকেট তারকা ইউসুফ পাঠানকে।

পাঁচ বারের  সাংসদ হোক বা তারকা প্রার্থী ইউসুফ পাঠান হোক, তার কাছে কোন ফ্যাক্টর নয়। লড়াই হবে কাজের নিরিখে, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি নিয়ে । সোমবার রেজিনগরে প্রচারে গিয়ে দাবি করেছেন  বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহার। এদিন দুপুরে বহরমপুরের বিজেপি প্রার্থী বিকলনগরে জনসংযোগ সারেন। এর মাঝে তিনি সেখানে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। পাশেই কালী মন্দিরেও যান। জনসংযোগের পাশাপাশি এক মহিলার বাড়িতে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক প্রার্থী ডাঃ নির্মল সাহা। এদিন বিকলনগরের পাশাপাশি রেজিনগরের ঝিঁকরা বাজার এলাকাতেও জনসংযোগে অংশ নেন বিজেপি প্রার্থী।