ডোমকলে তৃণমূলের প্রধানকে সরাল তৃণমূলই, পুলিশি পাহারায় পঞ্চায়েতে অনাস্থা

Published By: Madhyabanga News | Published On:

মামুন আব্দুল কায়েমঃ ডোমকলঃ তৃণমূল কংগ্রেসের প্রধানকে সরাল তৃণমুলই । দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে অনাস্থা ভোট হল ডোমকলের সারাংপুর গ্রাম পঞ্চায়েতে । তৃণমূল কংগ্রেস  পরিচালিত এই পঞ্চায়েতে তৃণমূলের প্রধানের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগে সরব হলেন  তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের  সদস্যরা। বৃহস্পতিবার  সারাংপুর পঞ্চায়েতে হয় অনাস্থা ভোট । উল্লেখ্য, পঞ্চায়েত প্রধান কিমকিম বেগমের বিরুদ্ধে নানান  দুর্নীতির  অভিযোগ তুলে গত ১লা সেপ্টেম্বর পঞ্চায়েতের  ২০ জন সদস্যর মধ্যে ১২ জন সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা জানান ।

 

তারপরেই ৭ তারিখ সই যাচাই করে ২১ শে সেপ্টেম্বর অনাস্থা ভোটের দিন ঘোষনা হয় । কিন্তু সেদিনও বিডিও অফিস থেকে কোনো আধিকারিক না আসায় ওই  অনস্থা ভোট হয়নি। সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেতা বাশির মোল্লার বিরুদ্ধে কাজ না করতে দেওয়ার অভিযোগও করেছিলেন কিমকিম বেগম ।   বৃহষ্পতিবার ডোমকল বিডিও শ্যামসুন্দর মিশ্রের উপস্থিতিতে,  পুলিশি কড়া নিরাপত্তায় অনাস্থা ভোট হল ২০ জন সদস্যের মধ্যে ১২ জনের উপস্থিতিতে। অপসারিত করা হল কিমকিম বেগমকে।এদিন অনাস্থা ভোট ঘিরে পঞ্চায়েত অফিসে ছিল টানটান উত্তেজনা। মোতায়েন ছিল পুলিশ। যদিও অনাস্থা ভোট ও অপসারন ঘিরে অপসারিত প্রধান ও বাকি সদস্যদের কোন প্রতিক্রিয়া মেলে নি।