এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Domkal News   কেরলে ভয়ঙ্কর পরিণতি ! ডোমকলে শোকস্তব্ধ পরিযায়ীর পরিবার

Published on: July 22, 2025
Domkal News

Domkal News বাবার মৃত্যু হয়েছে বছর ২০ আগে। ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী ও মাকে রেখে কেরলে গিয়েছিলেন কাজে। সেখানেই দুর্ঘটনায় প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া ডোমকলের রাজাপুর ভিটেপাড়া এলাকায়। দেহ ফেরাতে ও অসহায় পরিবারের পাশে থাকতে এলাকায় চাঁদা তুলছেন স্থানীয়রা। জানা গিয়েছে রাজাপুর ভিটেপাড়া এলাকার বাসিন্দা জুয়েল মন্ডল। সংসার চালাতে মাস দেড়েক আগে সে পাড়ি দিয়েছিল কেরলে। সোমবার সেখানে ভাঙ্গড়ির গাড়ি লোড করার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। এই সংবাদ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী ও মা রয়েছেন। পরিবারের একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ গোটা পরিবার।

Domkal News মৃতের মা কাজলা বেওয়া জানান, দেড় মাস আগেই ভিন রাজ্যে গিয়েছিল ছেলে। ভাঙ্গরি কাজে গিয়েছিল। শনিবার ফোনে কথা হয়, বলে জ্বর হয়েছে। গাড়ি থেকে পড়ে গিয়েছে জানায়। তারপর আর কথা হয়নি। এরপরই কালকে মৃত্যুর খবর আসে। দেহ ফেরার অপেক্ষায় পরিবার পরিজনেরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now