এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Domkal News: বাড়ি চলে আসছিল মেয়েটা, ফিরিয়ে নিয়ে গিয়ে এরকম করল !

Published on: August 24, 2022

পালিয়ে বাবার বাড়ি চলে আসছিল গৃহবধূ। গৃহবধূকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । গৃহবধূর নাম মেরিনা বিবি। ডোমকলের শ্রীকৃষ্ণপুর এলাকার ঘটনা। এই ঘটনায় মৃতের স্বামীকে আটক করেছে পুলিশ। পারবিবারিক বিবাদের জেরে গৃহবধূকে খুন করা হয়েছে বলে মেরিনা বিবির পরিবারের দাবি পরিবারের । জানা গিয়েছে বছর ১৫ আগে বিয়ে হয় শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দা ফজলুল হকের সাথে বিয়ে হয় ডোমকলের বর্তনাবাদের মেরিনা বিবির। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় তাঁর উপর নির্যাতন চালান হত বলে অভিযোগ ।

মেরিনা বিবির বাবার বাড়ির অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় তাদের মেয়েকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেয় শ্বশুর বাড়ির লোকজন। তাঁরা তাকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেসালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃতার ভাই মিনারুল বলেন, ” “আমার বোনের উপর অত্যাচার চলত। আগেও মাথা ফাটিয়ে দিয়েছিল। মীমাংসা করে পাঠানো হয় বোনকে । বোনের বাড়িতে মঙ্গলবারও অশান্তি হয়। ঘরে ঢুকিয়ে গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হয় “। গৃহবধূর মা তোরজেমা বিবি দাবি, বাড়ি চলে আসছিল মেয়ে। মেয়েকে টেনে নিয়ে যাওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ফোন। মৃতার দিদা জাহিরা বিবি, বলেন, “মেয়েটা পালিয়ে বাড়ি চলে আসছিল। ওকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলল। মেরিনাকে নিতে যাচ্ছিল ওর ভাই। তাঁর আগেই সব শেষ”।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now