Domkal Jute Farmers: বৃষ্টি হলেও মাথায় হাত ডোমকলের পাট চাষিদের

Published By: Madhyabanga News | Published On:

Domkal Jute Farmers মামুন আব্দুল কায়েম, ডোমকলঃ একদিকে যখন বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে, তখনই ঠিক উল্টো ছবি ডোমকলে (Domkal)। কিছুদিন আগের বৃষ্টিতে ডোকলের মমিনপুর এবং কুচিয়ামোড়া এলাকার চাষীরা পড়েছেন বিপাকে। নিচু জমিতে জমা জলে ডুবে গিয়েছে পাটের কিছুটা অংশ। এবছর তেমন ভাবে বৃষ্টির দেখা মেলেনি। এবছর এখনও পর্যন্ত প্রায় ৪৯ শতাংশ বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে। জুলাইয়ের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হলেও। জেলায় জেলায় স্বাভাবিক বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে। তবে জুলাইয়ের প্রথম সপ্তাহের বৃষ্টিতে ডোমকলের মমিনপুর এবং কুচিয়ামোড়া এলাকায় বিঘার পর বিঘা নিচু জমিতে জমে গিয়েছে বৃষ্টির জল। জমি নিচু হওয়ায় সেই জল বাইরে বেড়তে না পাড়ায় পাট গাছে শিকড় গজিয়ে যাচ্ছে। এখন তা নিয়ে চিন্তায় পাট চাষিরা।

পাট চাষি ইউসুফ সেখ তিনি জানান, “প্রায় ১ বিঘা জমি জলে ডুবে আছে। যদি জল না নামে তাহলে নিচে শেকড় জমে যাবে। শেষমেশ কাটতেই হবে। ফলে লস হবে আমাদের। বাজারে দাম পাওয়া যায় না। তার ওপর এইভাবে নিচু জমি হওয়াই জলে ডুবে পাট। এবার না নামলে লোকসান নির্ঘাত”।

প্রথম দিনে বৃষ্টির ঘাটতিতে তেমন ভাবে বাড়তে পারেনি জমির পাট। মাঝ খানে যেটুকু পাট বেড়েছে, সেই পাটেও শিকড় গজিয়ে যাওয়ায় পাটের ফলন হবে না বলেই মনে করছেন চাষিরা। কারও ২ বিঘা , কারও আবার চার বিঘা জমির পাট এখন এমনই অবস্থায়। একদিকে জখন জেলা জুড়ে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে সেখানে ডোমকলের কৃষকদের এমন সমস্যা নিয়ে কপালে চিন্তার ভাজ পড়েছে।