নিজস্ব সংবাদদাতা, বেলডাঙাঃ ভাবতা পুরনো পেট্রল পাম্পের কাছে লরির ধাক্কায় প্রাণ গেল এক ব্যবসায়ীর। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যবসায়ীর নাম মইনুল হক (৬৫)। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই ব্যবসায়ীর বাড়ি ভাবতা নেতাজী মোড় এলাকায়। মৃতের আত্মীয় আবু সেলিম মন্ডল বলেন বুধবার রাত ন’টা নাগাদ বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় একটি লরি পাশ কাটাতে গিয়ে মইনুলকে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে মাটিতে পরে গেলে লরির পিছনের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে দাবি পুলিশের। দুর্ঘটনার পর ঘাতক লরি নিয়ে পালিয়ে যান চালক, দাবি স্থানীয়দের।
রাত বাড়লে বেলডাঙার ওই একলেনের রাস্তা দিয়েও দ্রুত গতিতে লরি বাস চলাচল করে। চেনা গাড়ি বেচাকেনার সঙ্গে যুক্ত ব্যবসায়ীর লরির ধাক্কায় মৃত্যুতে দ্রুত গতিতে যান চলাচল নিয়ে সরব বাসিন্দাদের একাংশের অভিযোগ “ পুলিশ সব দেখেও নীরব “।