DA Hike উৎসবের মরসুমেই বেড়ে গেল ডিএ। খুশির হাওয়া কর্মচারী মহলে । বুধবার দুর্গাপুজোর নবমী। এমনিতেই রয়েছে উতসবের আবহাওয়া। তার মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব Ashwini Vaishnaw জানিয়েছেন, তিন শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে সরাসরি উপকৃত হবেন দেশের প্রায় ১.২ কোটি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীরা।
চলতি বছরের শুরুতেই মোদী সরকার দুই শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল, যা মার্চ মাস থেকে কার্যকর হয়। তার পর ফের এক দফা ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র। নতুন হারে জুলাই মাস থেকে ডিএ কার্যকর হবে। অর্থাৎ, সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা অক্টোবর মাসের বেতনের সঙ্গে গত তিন মাসের বকেয়া অর্থও একসঙ্গে পাবেন। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা মূল বেতনের ৫৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তা বেড়ে দাঁড়াল ৫৮ শতাংশে। সাধারণত জানুয়ারি ও জুলাই—বছরে দু’বার ডিএ বৃদ্ধি হয়।
DA Hike ডিএ বৃদ্ধির হিসাব করা হয় ভোক্তা মূল্য সূচক (সিপিআই)-এর ভিত্তিতে।
সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে এ বারও ডিএ বৃদ্ধি করল কেন্দ্র। ডিসেম্বরেই সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। ফলে, এটিই শেষবার সপ্তম কমিশনের আওতায় ডিএ বৃদ্ধি। চলতি বছরের শুরুতে অষ্টম বেতন কমিশনের ঘোষণা হয়েছিল বটে, তবে তা এখনও কার্যকর হয়নি।
DA Hike এ রাজ্যে দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ।
বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে Supreme Court of India বিচারাধীন। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হচ্ছে না। তবে রাজ্যের বক্তব্য, কোনও কর্মচারীকে ডিএ থেকে বঞ্চিত করা হয়নি; রাজ্যের আর্থিক সামর্থ্য অনুযায়ী ভাতা দেওয়া হচ্ছে। সংবিধানের ৩০৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক রাজ্যেরই নিজস্ব কর্মচারীদের বেতন ও ভাতা নির্ধারণের অধিকার রয়েছে, কেন্দ্রের নিয়ম মানা বাধ্যতামূলক নয়।এ দিন কেন্দ্রীয় সরকারের ঘোষণার পর রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় কর্মীদের ডিএ-র ফারাক আরও বেড়ে গেল বলে মত রাজ্যের সরকারী কর্মচারীদের।