Conclave 2025 লেন্সের ফাঁকে ফুটে ওঠা পাখির ডানা ঝাপটানো মুহূর্ত, রঙিন পালকের দীপ্তি কিংবা জলাশয়ের ধারে দলবেঁধে বসে থাকা অতিথি পাখির ছবি—এসবই এবার মঞ্চ পেতে চলেছে প্রদর্শনীতে। আসন্ন মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভ ২০২৫-এর অন্যতম আকর্ষণ হতে চলেছে বিশেষ আয়োজন—“Birds of Murshidabad”* নামের ফটোগ্রাফি প্রদর্শনী। জেলার ফটোগ্রাফাররা তাঁদের তোলা পাখির ছবি পাঠিয়ে এই প্রদর্শনীতে জায়গা করে নিতে পারবেন । ইমাজিন (IMAGIN) এই বছর ১৯ ও ২০ সেপ্টেম্বর ২০২৫ মুর্শিদাবাদ জেলা পরিষদের ট্যুরিজম হাবে আয়োজন করছে এবারের মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভ Murshidabad Community Conclave ।
Conclave 2025 কেন এই প্রদর্শনী?
আয়োজকদের মতে, মুর্শিদাবাদ জেলার গ্রামীণ পরিবেশে প্রচুর দেশি পাখি যেমন শালিক, দোয়েল, বুলবুল, তেমনি শীতকালে ভিড় জমায় নানা প্রজাতির অতিথি পাখি। নদী, জলাভূমি, বনভূমি আর মাঠে এরা তৈরি করে জীববৈচিত্র্যের এক অনন্য রূপ। কিন্তু দ্রুত নগরায়ন, পরিবেশ দূষণ ও মানুষের অসচেতনতায় ক্রমশ হারিয়ে যাচ্ছে এদের অনেকেই। ফটোগ্রাফির মাধ্যমে পাখিদের বন্দি করার মানে কেবল শখ নয়, এর মধ্যেই আছে সংরক্ষণের বার্তা।
ছবির মাধ্যমে ধরা পড়ে পাখির আবাসস্থল, আচরণ, ও প্রজনন প্রক্রিয়া। গবেষণা, ডকুমেন্টেশন ও সচেতনতা তৈরিতে এগুলি অমূল্য সম্পদ। আগামী প্রজন্ম যেন বুঝতে পারে, এই জেলায় কত বৈচিত্র্যের পাখি আছে, তারই দলিল হতে চলেছে এই প্রদর্শনী।
Conclave 2025 ছবি পাঠানোর নিয়ম
- যে কেউ নিজের তোলা ছবি পাঠাতে পারবেন।
- শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৫।
- ই-মেইল আইডি: [email protected]
- একজন সর্বোচ্চ চারটি ছবি জমা দিতে পারবেন।
- এআই-জেনারেটেড বা ওয়াটারমার্কযুক্ত ছবি গ্রহণযোগ্য নয়।
- কেবলমাত্র অংশগ্রহণকারীর নিজস্ব তোলা ছবিই বৈধ।
- পোস্ট-প্রসেসিং সীমিত থাকবে উজ্জ্বলতা, কনট্রাস্ট, হাইলাইট, শ্যাডো ও কালার কারেকশনের মধ্যে। প্রয়োজনে RAW ফাইল বা মোবাইল ক্যামেরায় তোলা আসল ছবি চাইতে পারেন আয়োজকরা। তা না দিতে পারলে ছবি বাতিল বলে গণ্য হবে।
টেকনিক্যাল শর্তাবলি
ফাইল টাইপ: JPG
DSLR ও মিররলেস ক্যামেরা: সাইজ 12”x18”, রেজোলিউশন 300 DPI
মোবাইল ছবি: সাইজ 8”x12”, রেজোলিউশন 150 DPI–300 DPI
ছবির নামকরণঃ প্রত্যেকটি ছবির সঙ্গে দিতে হবে শিরোনাম। উদাহরণ: Smile\_Satyaki Bhattacharyya।
১৯শে সেপ্টেম্বর বেলা ২টো, বহরমপুর রবীন্দ্রসদন থেকে শুরু হবে শুরু হবে পদযাত্রা। পদযাত্রা জেলা পরিষদের ট্যুরিজম হাবে পৌঁছালে সেখানে শুরু হবে কনক্লেভ। Conclave 2025 আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীর সময়সূচি, নিয়মকানুন ও নির্বাচিত ছবির সংখ্যা প্রয়োজনে পরিবর্তিত হতে পারে। তবে মূল উদ্দেশ্য একটাই—মুর্শিদাবাদের প্রকৃতি, পাখি ও জীববৈচিত্র্যের এক নতুন দলিল তৈরি করা। “প্রকৃতি সংরক্ষণ মানে শুধু গাছ লাগানো নয়, পাখি ও প্রাণীদের বাঁচিয়ে রাখাও সমান জরুরি। ছবির মাধ্যমে আমরা যেমন তাঁদের সৌন্দর্য দেখি, তেমনই পাই এক অমূল্য বার্তা—এদের রক্ষা করার দায় আমাদের সবার।” বলছেন আয়োজকরা।