নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ কাজের দিনে বাস ধর্মঘট মুর্শিদাবাদে। বেসরকারি বাস না চলায় নাজেহাল যাত্রীরা। সপ্তাহের শেষ কাজের দিনে বেসরকারি বাস ধর্মঘটের ডাক দেয় মুর্শিদাবাদ জেলা বাস শ্রমিক সংগঠন জেলা মোটর শ্রমিক সমন্বয় কমিটি। নতুন সংহিতা আইনের প্রতিবাদে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়।শুক্রবার সকাল থেকেই বন্ধ বেসরকারি বাস পরিষেবা। এদিন সকাল থেকে বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড থেকে কোন বাস চলাচল করেনি। বাস না চলায় সমস্যায় পরতে হয় যাত্রীদের।
বেসরকারি বাস বন্ধ থাকলেও রাস্তায় কিছু সংখ্যক সরকারি বাস দেখা যায়। তবে তাতেও ভিড় থাকায় সমস্যায় পরতে হয় যাত্রীদের। সংসদের শীতকালীন অধিবেশনে ভারতীয় ন্যায় সংহিতা বিল পাশ হয়েছে। সেই বিলের বিরুদ্ধেই এদিন ধর্মঘট বলে যানান বাস শ্রমিক সংগঠনের নেতারা।