BSF Murshidabad বাংলাদেশ ও ভারতের মধ্যে সোনা পাচারের ছক ভেস্তে দিল বিএসএফ। বিএসএফ সূত্রে জানানো হয়েছে সোনা পাচারের আগেই গ্রেফতার করা হয়েছে পাচারকারীকে। জানা গিয়েছে বৃহস্পতিবার জলঙ্গীর চরভদ্রা আউটপোস্টে এক ব্যক্তিকে আটক করে বিএসএফ। ট্রাক্টার নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। দাবী করেছিলেন, চাষের কাজ থেকে ফিরছেন । কিন্তু তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় ৪ টুকরো সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার ওজন ৩২৩ গ্রাম। ওই সোনার দাম প্রায় ১৮ লক্ষ ৭৩ হাজার টাকা। ওই সোনা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আশা হচ্ছিল।
BSF Murshidabad কী জানিয়েছে বিএসএফ ?
@BSF_SOUTHBENGAL
foiled gold smuggling attempt and apprehended a smuggler with 04 Gold pieces(Total WT-232 g)of worth ₹ 18.73 Lakh,being smuggled from Bangladesh to India.
#JaiHind
#BSFseizedGold
#FirstLineOfDefence